‘বিশ্বকাপের জন্য মুখিয়ে আছেন মেসি’

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ২২ মে ২০১৮

সোমবার বিশ্বকাপের জন্য চূড়ান্ত ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলি। আর অনুমিতভাবেই সেখানে রয়েছেন আলবিসেলেস্তেদের অধিনায়ক লিওনেল মেসি। সাম্পাওলি স্বীকার করেছেন তার তালিকার প্রথম নামটিই ছিলো বার্সার ফরোয়ার্ডের। মেসির প্রশংসাও ঝড়েছে আর্জেন্টিনার কোচের কন্ঠে।

সাম্পাওলি বলেন, ‘আমি মনে করি মেসি খুবই আশাবাদী এবং বিশ্বকাপ নিয়ে মুখিয়ে আছে। শারীরিকভাবে সে এখন খুবই ভালো অবস্থানে রয়েছে এবং তাড়াতাড়ি লীগ জিতে ফেলাটা এতে সহায়ক হিসেবে কাজ করেছে। তবে আমরা প্রস্তুতি ম্যাচগুলোর জন্য মেসিকে হিসাব করবো না। কিন্তু আমি মনে করি বিশ্বকাপে সে ভালোই করবে।’

সাম্পাওলি এও জানিয়েছেন বিশ্বকাপের জন্য একাদশ নির্বাচন করা ইতোমধ্যেই শুরু করে দিয়েছেন তিনি। তিনি বলেছেন, ‘আমাদের একটি ধারণা রয়েছে। আমরা এখনো প্রথম ম্যাচটি থেকে বেশ দূরে রয়েছি। একাদশ এখন নির্বাচন করলেও এটি পরিবর্তন হবে কারণ প্রতিদিনই সবকিছু বদলায়। বিশ্বকাপটা একটি চ্যালেঞ্জ যেখানে আপনার সবকিছু না থাকলে আপনার সমস্যা হবে। তবে সমস্যাগুলোকে নির্ভয়ে মোকাবেলা করতে হবে।’

৩৫ সদস্যের দল থেকে কমিয়ে ২৩ সদস্যে নামানোটা অনেক কষ্টের ছিল সাম্পাওলির জন্য। এজন্য তাকে চুলচেরা বিশ্লেষন করতে হয়েছে। তিনি বলেন, ‘৩৫ জনের তালিকা থেকে আমরা একে অপরের দলের সাথে তুলনামূলক বিশ্লেষণ চালিয়েছি। এ পরিপ্রেক্ষিতে স্পষ্টই যে কেন আমরা এই ২৩ জনকেই নির্বাচন করেছি। আমরা মাঠের প্রতিটি এরিয়া নিয়ে বিশ্লেষণ চালিয়েছি। আমরা এতো বিশ্লেষণের পর এই দলটি নির্বাচন করেছি।

সাম্পাওলির স্কোয়াডে বর্তমানে আগুয়েরো, বিলিয়া এবং মার্কাদো ইঞ্জুরিতে রয়েছেন। বিশ্বকাপের আগে ইনজুরিতে থাকলেও শুরুর আগেই তারা সুস্থ হয়ে ফিরে আসবেন বলে আশা ব্যক্ত করেছেন সাম্পাওলি। ‘আমি সবার দায়িত্ব নিচ্ছি যাদের আমি দলে নিয়েছি। আগুয়েরো এখন অনুশীলন শুরু করেছে। মার্কাদো বুধবারে অনুশীলন শুরু করবে এবং বিলিয়ার ব্যাপারে আমরা ভেবে দেখবো যদিও আমি বুঝতে পারছি সে বেশি আনফিট নয়।’

এবারের বিশ্বকাপে নাইজেরিয়া, ক্রোয়েশিয়া এবং আইসল্যান্ডের সাথে এক গ্রুপে পড়েছে আর্জেন্টিনা। আইসল্যান্ডের সাথে ম্যাচের মধ্য দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে আলবিসেলেস্তেরা।

ডিকেটি/আরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।