গ্রিজম্যানকে আগেভাগেই বার্সায় স্বাগত জানালেন মেসি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:১৩ পিএম, ২১ মে ২০১৮

এই গ্রীষ্মের দলবদলের বাজারে যদি ফরাসি তারকা অ্যান্টোনিও গ্রিজম্যান বার্সায় যোগ দেন তবে তাকে সু-স্বাগতমই জানানো হবে বলে জানিয়েছেন দলটির প্রাণভোমরা লিওনেল মেসি। গত মৌসুম থেকেই গ্রিজম্যানের বার্সায় আসা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়। আর গ্রিজম্যানকে নিয়েও বার্সা বোর্ড শুরু থেকেই অনেক খোলাখুলি। তাকে আনতে সব রকমের চেষ্টাই চালাচ্ছে বার্সা বোর্ড।

গ্রিজম্যানেরও বর্তমান ক্লাব অ্যাটলেটিকোর সাথে চুক্তি প্রায় শেষ পর্যায়ে। তাই অ্যাটলেটিকোর বেঁধে দেওয়া রিলিজ ক্লস ১০০মিলিয়ন দিয়েই বার্সা গ্রিজিকে দলে ভেড়াতে চেয়েছিল। তবে অ্যাটলেটিকোর সাথে সু-সম্পর্কের কারণে বার্সা সে পথে হাঁটেনি। বার্সা বোর্ড গ্রিজম্যান আর অ্যাটলেটিকোর উত্তরের অপেক্ষা করছে।

তবে চুক্তি সম্পর্কে নিশ্চিত না হলেও গ্রিজির বার্সায় যোগ দেওয়ার খবরে দারুণ খুশি আর্জেন্টাইন এই ক্ষুদে জাদুকর। মেসি বলেন, ‘বর্তমানের অন্যতম সেরা একজনকে নিজের দলে পাওয়া হবে সত্যিই আনন্দের।’

গতকাল রাতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ইনিয়েস্তার বিদায়ী ম্যাচের পর ‘রেসিং ১ রেডিও’ র সাথে কথা বলার সময় এভাবেই গ্রিজম্যানের দলে অন্তর্ভুক্তি নিয়ে আনন্দ প্রকাশ করেন মেসি। তিনি বলেন, ‘অবশ্যই আমি গ্রিজিকে খুব পছন্দ করি ,বর্তমান সময়ের সেরা একজন সে। ওকে নিয়ে অনেক কথা হচ্ছে, আমি নিজেও জানি না, ও আসছে কি-না। আমাদের এখানে সেরারাই আসে আর ও (গ্রিজম্যান)তাদের মধ্যে একজন।’

এদিকে লিগের শেষ ম্যাচে এইবারের সাথে ২-২ গোলে ড্র করে মৌসুম শেষ করে অ্যাটলেটিকো। তবে ম্যাচে কিছুসংখ্যক সমর্থককে গ্রিজম্যানের দিকে লক্ষ্য করে দুয়ো দিতে দেখা গেছে। এ নিয়ে বিরক্তি প্রকাশ করে তার সতীর্থ ডিয়েগো গডিন বলেন, ‘যে আমাদের হয়ে এ মৌসুমে ২৯টি গোল আর ১৫টি অ্যাসিস্ট করেছে, তার আরও সম্মান পাওয়া উচিত আমাদের কাছ থেকে।’

মুখ খুলেছেন অ্যাটলেটিকো বস ডিয়েগো সিমিওনেও। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি এটাকে সাধারণ সমস্যা বলে উল্লেখ করেছেন। তিনি দুয়োর ব্যাপারে বলেন, ‘এটা ৪০ থেকে ৫০জন। মাঠে ৬০,০০০ দর্শক উপস্থিত ছিল। আর সে যদি আমাদের সাথে থাকে, আমরা আরও বেশি শক্তিশালি হয়ে মাঠে নামবো পরের মৌসুম থেকে। আমি মনে করি দ্রুতই এই সমস্যার সমাধান হয়ে যাবে।’

তবে মেসির ‘গ্রিজম্যান’ প্রীতি আর অ্যাটলেটিকো সমর্থকদের এরূপ বিরুপ আচরণ অন্যকিছুরই ইঙ্গিত দিচ্ছে। তবে কি বার্সার ব্লুগ্রানা জার্সি গায়েই পরের মৌসুম থেকে মাঠ মাতাতে যাচ্ছেন গ্রিজি? সময়ই তার উত্তর দিয়ে দেবে!

এসএস/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।