বিশ্বকাপ দলে জায়গা না পেয়ে অবসর নিলেন নাইঙ্গোলান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ২১ মে ২০১৮

সোমবার রাশিয়া বিশ্বকাপের জন্য ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন বেলজিয়ামের কোচ রবার্তো মার্তিনেজ। প্রত্যাশিত সকল খেলোয়াড়ই মার্তিনেজের স্কোয়াডে জায়গা পেলেও ৩০ বছর বয়সী মিডফিল্ডার রাদজা নাইঙ্গোলানকে স্কোয়াডে রাখেননি বেলজিয়ান কোচ। বিশ্বকাপের স্কোয়াডে জায়গা না পেয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন নাইঙ্গোলান।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে নিজের অবসরের ঘোষণা জানিয়ে নাইঙ্গোলান লিখেন, ‘দূর্ভাগ্যবশত আমার অনিচ্ছাতেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে হচ্ছে। আমি সর্বদাই জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার জন্য সম্ভাব্য সবকিছুই করেছি। কিন্তু! এখন থেকে আমি এই দলের (বেলজিয়াম) এক নম্বর সমর্থক। আমি সবকিছু করেছি, আমি সবকিছু করেছি!’

২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে বেলজিয়ামের রিজার্ভ খেলোয়াড়ের তালিকায় ছিলেন রোমার ৩০ বছর বয়সী মিডফিল্ডার নাইঙ্গোলান। পরে ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের সবক’টি ম্যাচেই নিজ দলের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। এমনকি গত নভেম্বরে এবং চলতি বছরের মার্চের প্রীতি ম্যাচের জন্যও নাইঙ্গোলানকে ডেকেছিলেন মার্তিনেজ। কিন্তু রাশিয়া বিশ্বকাপে তাকে ছাড়াই বিশ্বকাপে যাওয়ার সিদ্ধান্ত নেন বেলজিয়ান কোচ।

নাইঙ্গোলানকে বেলজিয়ামের বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেয়ার কারণ জানিয়ে মার্তিনেজ বলেন, ‘এটি একটি ট্যাকটিক্যাল সিদ্ধান্ত। আমি তাকে (নাইঙ্গোলান) সম্মান করি। সে কোন তরুণ খেলোয়াড় নয়, তার সাথে দারুণ অভিজ্ঞতা রয়েছে। তার কথা আমার মাথায় ছিল। ক্লাবে সে রোমার হয়ে অসাধারণ দায়িত্ব পালন করে। কিন্তু জাতীয় দলে আমি তাকে সেই জায়গা দিতে পারছি না।’

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।