বিশ্বকাপে ইরানের ২৪ সদস্যের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:২৩ পিএম, ২০ মে ২০১৮

উজবেকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে জয়ের পর ইরানের ২৪ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করলেন দলটির কোচ কার্লোস কুইরোজ। দলে জায়গা হয়নি ইরানের সাবেক অধিনায়ক জালাল হোসাইনি এবং ভৌরিয়া গাফৌরির। তবে বর্তমানে এই দুইজন চারজনের স্ট্যান্ডবাই দলে রয়েছেন। ২৪ জনের কেউ আহত হলেই এই দুইজন চূড়ান্ত দলে সুযোগ পাবেন। ২৩ জনের চূড়ান্ত দল ঘোষণা করা হবে ৪ই জুন।

সোমবারে তুরস্কের ইস্তানবুলে ক্যাম্প স্থাপন করবে এশিয়ার এ দলটি। সেখানে ২৯শে মে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে স্বাগতিক তুরস্কের মুখোমুখি হবে দলটি। বিশ্বকাপে গ্রুপ বি তে ইরান মুখোমুখি হবে মরক্কো, স্পেন এবং পর্তুগালের। মরক্কোর সাথে মুখোমুখি হবার মাধ্যমে আগামী ১৫ই জুন নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে দলটি।

বিশ্বকাপে ইরানের ২৪ সদস্যের দল
গোলরক্ষক : আলিরেজা বেইরানভান্দ, রশিদ মাজাহেরী, আমির আবেদজাদেহ

ডিফেন্ডার : রামিন রাজাইন, মোহাম্মদ রেজা খানজাদেহ, মর্তেজা পৌরালিগাঞ্জি, পেজমান মোন্তাজেরি, সাঈদ মজিদ হোসাইনি, মিলাদ মোহাম্মদী, রুজেব চেশমি

মিডফিল্ডার : সাঈদ এজাতোলাহি, মাসুদ শোজাঈ, মেহদী তোরাবী, আশকান দেজাগাহ, অমিদ ইব্রাহিমী, এহসান হাজসাফি, ভাহিদ আমিরী, আলী গোলিজাদেহ, করিম আনসারীফার্দ

ফরোয়ার্ড : আলিরেজা জাহানবাখশ, সালমান ঘোদ্দস, মাহদি তারেমি, সরদার আজমাউন, রেজা ঘুচান্নেজাদ

ডিকেটি/আরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।