জয়ে জুভেন্টাস অধ্যায় শেষ করলেন বুফন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৪ পিএম, ১৯ মে ২০১৮

দীর্ঘদিনের জুভেন্টাস অধ্যায়ের অবশেষে ইতি টানলেন জুভেন্টাসের বর্ষীয়ান গোলকিপার বুফন। ইতালিয়ান লিগের শেষ ম্যাচে হেলাস ভেরোনাকে ২-১ গোলে হারিয়েছে বুফনের দল। এই ম্যাচ দিয়েই জুভেন্টাসের ৬১১১ দিনের ইতি টানলেন বুফন ।

ভেরোনার বিপক্ষে লিগে ঘরের মাঠে শেষ দশ ম্যাচের সবকটিই জিতেছে জুভেন্টাস। এমন সুখস্মৃতিকে সঙ্গী করে খেলতে নামে তুরিনের বুড়িরা। ম্যাচের শুরুতে সমর্থকদের বাধভাঙ্গা ভালোবাসায় সিক্ত হন ইতালিয়ান গোলকিপার। ১৬ মিনিটে ফারসের শট দুর্দান্ত ভঙ্গিমায় রুখে দেন বুফন। ২৫ মিনিটে ডগলাস কস্তার ক্রসে মানজুকিচের হেড প্রতিহত করেন ভেরোনা গোলকিপার। ৩৩ মিনিটের মানজুকিচের দুর্দান্ত ভলি রুখে দেন নিকোলাস। প্রথমার্ধে গোলশূন্য থেকেই বিরতিতে যায় দু’দল।

বিরতি থেকে ফিরেও চলে জুভেন্টাসের আধিপত্য। ৫১ মিনিটে ম্যাচের প্রথম গোলটি করেন জুভেন্টাসের ফুটবলার রুগানি। এর ঠিক তিন মিনিট পর আবারো এগিয়ে যায় জুভেন্টাস। এবার গোলদাতার খাতায় নাম লেখান পিয়ানিচ। ৭৬ মিনিটে ভেরোনার চেরসি একটি গোল শোধ দিলেও সেটি যৎসামান্যই ছিল।

উল্টো ম্যাচের ৮৫ মিনিটে ডি বক্সের ভেতর ভেরোনার ফুটবলারের হ্যান্ডবলে পেনাল্টি পায় জুভেন্টাস। ৭ বছরের জুভেন্টাস অধ্যায় শেষ করার ম্যাচে সুইস রাইট ব্যাক লিচস্টাইনার স্পট কিক থেকে পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হন। কিন্তু ২-১ গোলের জয় নিয়ে ঠিকই মাঠ ছাড়ে জুভেন্টাস। এর মাধ্যেম টানা সপ্তম লিগ শিরোপা জিতে শীর্ষে থেকে লিগ শেষ করলো তারা।

আরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।