বিশ্বকাপে ব্রাজিলের অধিনায়ক জেসুস!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:১৩ পিএম, ১৮ মে ২০১৮

বিশ্বকাপের এক মাস সময় বাকি থাকতেই ২৩ সদস্যের মূল স্কোয়াড ঘোষণা করেছিলেন ব্রাজিলের কোচ তিতে। তবে স্কোয়াড ঘোষণা করলেও রাশিয়ায় ব্রাজিলের অধিনায়ক কে হবেন, সেটা জানাননি ব্রাজিলিয়ান কোচ। এবার তিনি ইঙ্গিত দিলেন বিশ্বকাপে ব্রাজিলকে নেতৃত্ব দিতে পারেন একুশ বছর বয়সী তরুণ গ্যাব্রিয়েল জেসুস।

তবে বিশ্বকাপের জন্য জেসুসকে ব্রাজিল অধিনায়কের আর্মব্যান্ড সঁপে দেয়ার আগে প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচগুলোয় তাকে অধিনায়কত্ব দিয়ে পরীক্ষা করে নিতে চান তিতে। মূলপর্বের খেলা শুরুর আগে ৩ জুন ক্রোয়েশিয়া এবং ১০ জুন অস্ট্রিয়ার বিপক্ষে দুইটি ম্যাচ খেলবে ব্রাজিল। এই ম্যাচগুলোতেই জেসুসকে নেতৃত্ব দেয়ার কথা জানিয়েছেন তিতে। প্রীতি ম্যাচগুলোর পারফরম্যান্সের উপর ভিত্তি করেই বিশ্বকাপের মূল অধিনায়ক ঘোষণা করবেন ব্রাজিলিয়ান কোচ।

স্থানীয় সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান কোচ বলেন, ‘উইলিয়ান, থিয়াগো সিলভা, ফেলিপ্পে লুইস, ফার্নান্দিনহোসহ আমাদের শুরুর একাদশের প্রায় সবার অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে। অধিনায়কত্ব না করা একমাত্র খেলোয়াড় শুধুমাত্র গ্যাব্রিয়েল জেসুস।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা অধিনায়কের এই পালাবদল জারি রাখবো। এভাবেই খেলোয়াড়দের মধ্যকার নেতৃত্বগুণ সম্পর্কে ধারণা পাওয়া যায়। তবে দানি আলভেজের বদলে কে অধিনায়ক হিসেবে থাকবে, তা এখনই জানিয়ে দিচ্ছি না।’

ব্রাজিলিয়ান কোচ জেসুসকে অধিনায়কত্ব দেয়ার ইঙ্গিত দিলেও একই পজিশনে জেসুসের চেয়ে ভালো ফর্মে রয়েছেন লিভারপুলের তারকা খেলোয়াড় রবার্তো ফিরমিনো। তবু ফিরমিনোর চেয়ে জেসুসের প্রতিই বেশি আস্থা তিতের। তিনি বলেন, ‘হ্যাঁ, এটা সত্যি যে জেসুসের চেয়ে ফিরমিনো এই মৌসুমে ভালো খেলেছে। জেসুস প্রায় পুরোটাই ইনজুরিতে কাটিয়েছে। তবে ব্রাজিলের জার্সি গায়ে জেসুস অসাধারণ খেলে। তাই এখন জেসুসই আমাদের মূল স্ট্রাইকার।’

এসএএস/এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।