বিশ্বকাপে সৌদি আরবের প্রাথমিক স্কোয়াড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:২৩ এএম, ১৮ মে ২০১৮

নিজেদের ইতিহাসের পঞ্চম বিশ্বকাপকে সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন সৌদি আরবের কোচ হুয়ান আন্তোনিও পিজ্জি। বিশ্বকাপকে সামনে রেখে হতে যাওয়া প্রস্তুতি ক্যাম্প এবং প্রীতি ম্যাচগুলোয়ও এই স্কোয়াডের খেলোয়াড়দের নিয়েই খেলবে সৌদি আরব।

বিশ্বকাপের মূলপর্বে খেলতে নামার আগে শেষভাগের প্রস্তুতির অংশ হিসেবে ইতালি, জার্মানি এবং পেরুর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে সৌদি আরব। বিশ্বকাপের ‘এ’ গ্রুপে সৌদি আরবের বাকি তিন প্রতিপক্ষ স্বাগতিক রাশিয়া, উরুগুয়ে এবং মিশর। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে রাশিয়ার মুখোমুখি হবে তারা।

সৌদি আরবের ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড
গোলরক্ষক : আসাফ আল কোয়ারনি, মোহাম্মদ আল-ওয়াইস, ইয়াসির আল মুসাইলেম, আব্দুল্লাহ আল-মায়ুফ।

ডিফেন্ডার : মানসুর আল-হারবি, ইয়াসির আল-শাহরানি, মোহাম্মদ আল-ব্রেইক, সাঈদ আল-মোয়াল্লাদ, মোতাজ হাওসায়ি, ওসামা হাওসায়ি, মোহাম্মদ জাহফালি, আলি আল-বুলাইহি।

মিডফিল্ডার : আব্দুল্লাহ আল-খাইবারি, আব্দুল মালেক আল-খাইবারি, আব্দুল্লাহ ওতায়েফ, তাইসির আল-জসিম, হোসাইন আল-মোগাহুই, সালমান আল-ফরজ, নাওয়াফ আল-আবেদ, মোহাম্মদ কানো, হাত্তান বাহেব্রি, মোহাম্মদ আল-কিউকবি, সালেম আল-দাওসারি, ইয়েহিয়া আল-সেহরি।

ফরোয়ার্ড : ফাহাদ আল-মুওয়াল্লাদ, মোহাম্মাদ আল-সাহলাও, মুহান্নাদ আসসিরি।

এসএএস/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।