মেক্সিকো দলে ৩৯ বছর বয়সী মাকুয়েজ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ১৫ মে ২০১৮

রোনালদিনহো-স্যামুয়েল ইতোদের সঙ্গে বার্সেলোনায় ডিফেন্ডার হিসেবে খেলেছেন রাফায়েল মার্কুয়েজ। রোনালদিনহো-ইতোরা নিজেদের বুটজোড়া অনেক আগেই তুলে রেখেছেন শো-কেসে। অথচ রাফায়েল মার্কুয়েজ এখনও দিব্যি খেলে যাচ্ছেন। তাকে রেখেই বিশ্বকাপের ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন মেক্সিকো কোচ হুয়ান কার্লোস ওসোরিও।

৩৯ বছর বয়সী এই ফুটবলার যদি বিশ্বকাপের ২৩ সদস্যের দলে সুযোগ পেয়ে যান, তাহলে তিনি হবেন ৫টি বিশ্বকাপ খেলা মাত্র তৃতীয় ফুবলার।

গোলরক্ষক : গুইলের্মো ওচোয়া, আলফ্রেডো তালাভেরা, হেসুস করোনা।
ডিফেন্ডার : দিয়েগো রেয়েস, কার্লোস স্যালসেদো, হেক্টর মোরেনো, ওসওয়ালদো অ্যালানিস, নেস্তর আরাউজো, মিগুয়েল, লাইয়ুন, হেসুস গ্যালার্ডো, হুগো আয়ালা, এডসন আলভারেজ।
মিডফিল্ডার : হেক্টর হেরেরা, আন্দ্রেস গুয়ার্দাদো, রাফায়েল মার্কুয়েজ, জোনাথন ডস সান্তোস, মার্কো ফ্যাবিয়ান, হেসুস মোলিনা, এরিক গুতিয়েরেজ, জিওভানি ডস সান্তোস।
ফরোয়ার্ড : হ্যাভিয়ের অ্যাকুইনো, হিসুস করোনা, রাউল জিমেনেজ, ওরিবে পেরালতা, হ্যাভিয়ের হার্নান্দেজ, কার্লোস ভেলা, হার্ভিং লোজানো, ইয়ুর্গেন ড্যাম।

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।