রোনালদোর পর্তুগালের প্রাথমিক দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:২৩ পিএম, ১৫ মে ২০১৮

দল ঘোষণার ধারাবাহিবতায় যোগ দিয়েছে ইউরো জয়ী পর্তুগালও। ক্রিশ্চিয়ানো রোনালদোদের কোচ ফার্নান্দো সান্তোস রাশিয়া বিশ্বকাপের জন্য ৩৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন। ৪ জুনের মধ্যে ঘোষণা করতে হবে ২৩ সদস্যের পূর্ণাঙ্গ দল।

২০১৪ বিশ্বকাপে খেলেছেন এমন ১১জন ফুটবলারকে দলে রেখেছেন সান্তোস। অবধারিতভাবেই রয়েছে ফিফা বর্ষসেরা, বিশ্বের সবচেয়ে সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। রয়েছেন ব্রুনো আলভেজ, ন্যানি এবং উইলিয়ামও। গত বছর ফিফা কনফেডারেশন্স কাপ খেলা পর্তুগাল স্কোয়াডের মধ্যে ১৯জন রয়েছেন ৩৫ সদস্যের এই দলে।

পর্তুগালের দুই ফুটবলার এডার এবং ম্যানুয়েল ফার্নান্দেজ ক্লাব ফুটবলে খেলে থাকেন রাশিয়ান ক্লাব লোকোমোটিভ মস্কোয়। যদি তারা মূল স্কোয়াডে থাকতে পারেন, তাহলে বিশ্বকাপে মনে হবে যেন, নিজেদের দেশেই খেলছেন। বি গ্রুপে পর্তুগাল খেলবে স্পেন, মরক্কো এবং ইরানের বিপক্ষে।

পর্তুগালের ৩৫ সদস্যের প্রাথমিক দল

গোলরক্ষক : অ্যান্তোনি লোপেজ, বেতো, রুই প্যাট্রিসিয়া।

ডিফেন্ডার : অ্যান্তুনেস, ব্রুনে আলভেজ, কেডরিক, হোয়াও ক্যান্সেলো, হোসে ফন্তে, লুইস নেতো, মারিও রুই, নেলসন সেমেদো, পেপে, রাফায়েল গুয়েরিয়েরো, রিকার্ডো, রোলানদো, রুবেন ডিয়াজ।

মিডফিল্ডার : অ্যাদ্রিয়েন সিলভা, আন্দ্রে গোমেজ, বার্নার্ডো সিলভা, ব্রুনো ফার্নান্দেজ, হোয়াও মারিও, জোয়াও মুতিনহো, ম্যানুয়েল ফার্নান্দেজ, রনি লোপেজ, রুবেন নেভেস, সার্জিও অলিভিয়েরা, উইলিয়াম।

ফরোয়ার্ড : আন্দ্রে সিলভা, ক্রিশ্চিয়ানো রোনালদো, এডার, জেলসন মার্টিন্স, গনক্যালো গুয়েদেস, ন্যানি, পওলিনহো, রিকার্ডো কারেসমা।

আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।