পোল্যান্ডের ৩৫ সদস্যের প্রাথমিক দল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:২৫ পিএম, ১৩ মে ২০১৮

বিশ্বকাপের আর বাকি মাত্র এক মাসের সময়। প্রতিটি দলই ইতিমধ্যে শুরু করে দিয়েছে তাদের প্রস্তুতি। ক্লাব ফুটবলের মৌসুম শেষ করে যারা পেরেছে ইতিমধ্যেই জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছে তারা। এরই মধ্যে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করতে শুরু করেছে বিশ্বকাপে অংশগ্রহনকারী দলগুলো। সবার আগে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিক রাশিয়া। তাদের দেখাদেখি এবার বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে পোল্যান্ড এবং আইসল্যান্ডও।

পোল্যান্ডের কোচ এডাম নাওয়ালকা ৩৫ সদস্যের বিশাল প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন। যাদের মধ্যে রয়েছেন চারজন নতুন ফুটবলার। যারা এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে নাম লিখতে পারেনি।

একইসঙ্গে ৯৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলা অভিজ্ঞ জ্যাকব ব্লাসজিকোস্কি ইনজুরি কাটিয়ে ফিরেছেন পোলিশ দলে। রয়েছেন ড্যামিয়ান কাদজিওর, ক্রিজসটফ পাইটেক, সেবাস্তিয়ান জিমানস্কি এবং সাইমন জুরকোস্কি। ৫জন রয়েছেন যারা, শুধুমাত্র একটি করে ম্যাচ খেলেছেন।

পোল্যান্ডের প্রাথমিক স্কোয়াড
গোলরক্ষক : বার্তোজ বিয়ালকোস্কি (ইপসউইচ টাউন), লুকাজ ফ্যাবিয়ানস্কি (সোয়ানসি সিটি), লুকাজ স্কোরুপস্কি (এএস রোমা), ওজসিয়াখ এসচিজনি (জুভেন্টাস)।

ডিফেন্ডোর : জ্যান বেন্ডনারেক (সাউদাম্পটন), বার্তোজ বেরেসজিনস্কি (সাম্পদোরিয়া), থিয়াগো সিওনেক (স্পাল, ইতালি), কামিল গ্লিক (মোনাকো), আর্তার জেদরেজেজিক (লেগিয়া ওয়ারশ), মার্সিন কামিনস্কি (স্টুটগার্ট), টমাস কেদজিওরা (ডায়নামো কিয়েভ), মাইকেল পাদজান (লেগিয়া ওয়ারশ), লুকাজ পিসজজেক (বরুশিয়া ডর্টমুন্ড)।

মিডফিল্ডার : জ্যাকব ব্লাসজিকোস্কি (উলফসবার্গ, জার্মানি), পাওয়েল দাউইদোইকজ (পালের্মো, ইতালি), প্রিমাইসলস ফ্রাঙ্কোসস্কি (জাগিয়েলোনিয়া), জ্যাক গোরালস্কি (লুদোগোরেতস রাজগ্রাড, বুলগেরিয়া), কামিল গ্রোসিকি (হালসিটি), ড্যামিয়ান কাদজিওর (গোরনিক জাবরজে), গ্রেগোরিজ ক্রিচোইয়াক (ওয়েস্ট ব্রমউইচ আলবিওন), রাফাল কুরজাওয়া (গোরনিক জাবরজে), ক্যারোল লিনেত্তি (সাম্পদোরিয়া), মাসিয়েজ মাকুসজেওয়াস্কি (লেচ পোজনান), ক্রিজেস্টফ ম্যাকজিনস্কি (লেগিয়া ওয়ারশ), স্লাওমির পেসজকো (লেখনিয়া গোদানস্ক),ম্যাকিয়েজ রাইবাস (লোকোমোটিভ মস্কো), সেবাস্তিয়ান জিমানস্কি (লেগিয়া ওয়ারশ), পিওতর জিয়েলিনস্কি (ন্যাপোলি), সাইমন জুরোকোস্কি (গোরনিক জাবরজে)।

ফরোয়ার্ড : দাউদ কুয়োনাকি (সাম্পদোরিয়া), রবার্ট লেওয়ানডস্কি (বায়ার্ন মিউনিখ), আর্কাদিয়াজ মিলিক (ন্যাপোলি), ক্রিজেস্টফ পাইটেক (ক্র্যাকোভিয়া), লুকাজ টিওডোরজকি (অ্যান্ডালেখট), কামিল উইলজেক (ব্রন্ডবাই)।

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।