বার্সাকে নয়, ইনিয়েস্তাকে সম্মান জানাবে রিয়াল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৪১ এএম, ০৬ মে ২০১৮

চলতি মৌসুম শেষেই বার্সাকে বিদায় জানাচ্ছেন ইনিয়েস্তা। সেই হিসেবে রিয়ালের বিপক্ষে আজকের ম্যাচটিই তার ক্যারিয়ারের শেষ এল ক্লাসিকো। নিজের শেষ এল ক্লাসিকোতে রিয়ালের কাছ থেকে বিদায়ী শুভেচ্ছা পাচ্ছেন ইনিয়েস্তা। বিষয়টি নিশ্চিত করেছেন রিয়াল কোচ জিদান। তবে সঙ্গে আরও জানিয়েছেন বার্সাকে ‘গার্ড অব অনার’ দেয়া হবে না।

লা লিগায় সাধারণত মৌসুম শেষ হবার আগে শিরোপা জিতলে অন্য দলগুলো ম্যাচের আগে জয়ী দলকে গার্ড অব অনার প্রদান করে। তবে এবার সেই প্রথা ভাঙছে রিয়াল। এ নিয়ে জিদান বলেন, ‘আমি আগেও বলেছি আমরা বার্সাকে সম্মান জানাবো না। তবে ইনিয়েস্তাকে আমরা শ্রদ্ধা জানাবো। সে শুধু খেলোয়াড় নয়, আমরা সবাই জানি সে কেমন মানুষ। আমরা তাকে সাধুবাদ জানাবো আর তার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা থাকবে আমাদের।’

ক্লাব বিশ্বকাপ জয়ের পর বার্সার কাছে গার্ড অব অনার দাবি করেছিল রিয়াল। তবে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রিয়ালকে সম্মান দেয় নি বার্সা। তাই বার্সাকে সম্মান না জানানো নিয়ে জিদানের যুক্তি, অনেকে বলছে বার্সা ক্লাব বিশ্বকাপে খেলেনি, এটা একদমই মিথ্যা কথা। ক্লাব বিশ্বকাপ জিততে হলে আপনাকে চ্যাম্পিয়ন্স লিগ জিততে হবে। আর আমরা সবাই কিন্তু সেখানে খেলেছি। আর আমি একাই কিন্তু ‘গার্ড অব অনার’ না দেয়ার সিদ্ধান্ত নেইনি। এটা সবাই মিলে নেয়া সিদ্ধান্ত। শ্রদ্ধার সঙ্গে বলছি, আমরা তাদের গার্ড অব অনার দেবো না, কারণ তারা আমাদের দেয়নি।’

এদিকে ‘গার্ড অব অনার’ নিয়ে ভাবছেন না বার্সা কোচ ভালভারদে। কারণ এরই মধ্যে লা লিগার শিরোপা নিজেদের করে নিয়েছে দলটি। শুধু তাই নয় এখন পর্যন্ত অপরাজিত আছে টুর্নামেন্টে। তাই আজকের ম্যাচে জয় ধরে রেখে পুরো মৌসুমে অপরাজিত থাকার কথাই ভাবছে দলটি।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।