রোনালদো-বেনজামাদের রেকর্ড ভেঙে দিলেন সালাহরা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫১ পিএম, ০৩ মে ২০১৮

সেমিফাইনালের রোমার কাছে ২-৪ গোলে হেরেও দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলে এগিয়ে থেকে দীর্ঘ ১১ বছর পর আবারও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে লিভারপুল। আগামী ২৬ মে কিয়েভে ফাইনালে রিয়ালের বিপক্ষে মাঠে নামবে দলটি। ফাইনালে মাঠে নামার আগে বেনজামা-বেল-রোনালদদের গড়া গোলের রেকর্ড ভেঙে দিয়েছেন লিভারপুলের আক্রমণভাগের তিনত্রয়ী মোহাম্মদ সালাহ, সাদিও মানে ও রবার্তো ফিরমিনো।

চ্যাম্পিয়ন্স লিগের ২০১৩-১৪ মৌসুমে ফাইনালের রিয়াল মাদ্রিদের ‘বিবিসি’ খ্যাত তিন তারকার গোল ছিল ২৮টি। এর মধ্যে সেই মৌসুমে রোনালদো করেছিলেন একাই ১৭ গোল। আর বেল ও বেনজেমা করেছিলেন যথাক্রমে ৬ ও ৫ গোল।

রিয়ালের এই তিনত্রয়ীর গোলের রেকর্ড ভেঙে দিয়েছেন সালাহ-ফিরমিনো-মানেরা। এ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে সালাহ করেছেন ১০ গোল। অন্যদিকে ব্রাজিলিয়ান তারকা ফিরমিনোর পা থেকেও এসেছে ১০ গোল। আর সাদিও মানে কাল পেয়েছেন নবম গোল।

এবার দেখার ফাইনালে আবারও রেকর্ডটি নিজেদের দখলে নিতে পারে কি না।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।