বুধবার ফুটসালে অভিষেক বাংলাদেশের মেয়েদের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ০১ মে ২০১৮

মালয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নামার মধ্যে দিয়ে বুধবার ফুটসালযুগে প্রবেশ করছে বাংলাদেশের মেয়েরা। থাইল্যান্ডের ব্যাংককে সাবিনা-কৃষ্ণারা আরেকটি অধ্যায় যোগ করতে যাচ্ছেন দেশের নারী ফুটবলে।

এএফসি ফুটসাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে মালয়েশিয়া, ভিয়েতনাম ও চাইনিজ তাইপের সঙ্গে। ৩ মে ভিয়েতনামের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। সাবিনাদের গ্রুপের শেষ ম্যাচ ৬ মে চাইনিজ তাইপের সঙ্গে।

ফাইভ এ সাইড টুর্নামেন্টে অংশ নেবে এশিয়ার ১৫ দেশ ৪ গ্রুপে ভাগ হয়ে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ উঠবে কোয়ার্টার ফাইনালে।

বাংলাদেশের মেয়েদের মধ্যে কেবল সাবিনা খাতুনের আছে ফুটসালের অভিজ্ঞতা। ২০১৬ সালে মালদ্বীপের ঘরোয়া ফুটসালে খেলেছেন জাতীয় দলের অধিনায়ক। বাকিদের কাছে ফুটসাল হবে নতুন অভিজ্ঞতা।

আরআই/এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।