কোয়ার্টার ফাইনালে বিজেএমসি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ০১ মে ২০১৮

যুব ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি)। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের দ্বিতীয় ম্যাচে বিজেএমসি ৩-০ গোলে রহমতগঞ্জকে হারিয়ে শেষ আটে খেলা নিশ্চিত করে।

এর আগে বিজেএমসি গোলশূ্ণ্য ড্র করেছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে নকআউট পর্বে উঠলো তারা।

বিজেএমসি প্রাধাণ্য নিয়ে খেলেই সহজে হারিযেছে পুরোনো ঢাকার ক্লাবটিকে। তবে গোল পেতে তাদের অপেক্ষা করতে হয় ৩১ মিনিট পর্যন্ত। জালাল আলীর গোলে এগিয়ে যাওয়ার পর ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গৌরব। ৮৮ মিনিটে তৃতীয় গোল করেন বোরহান।

এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে কারা কোয়ার্টার ফাইনালে উঠবে, তা নির্ধারণ হবে শেখ জামাল ও রহমতগঞ্জের মধ্যেকার ম্যাচে। শেখ জামাল ড্র করলেই উঠে যাবে শেষ আটে। আর রহমতগঞ্জকে জিততেই হবে।

আরআই/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।