বায়ার্নের বিপক্ষে ফিরছেন রামোস
নিষেধাজ্ঞার কারণে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের দ্বিতীয় লেগে খেলা হয়নি রিয়ালের নিয়মিত অধিনায়ক সার্জিও রামোসের। তবে এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে শেষ চারের প্রথম পর্বের ম্যাচে বায়ার্ন মিউনিকের বিপক্ষে আবারও রিয়ালকে নেতৃত্ব দেবেন স্প্যানিশ এই তারকা।
জুভেন্টাসের বিপক্ষে ম্যাচের ৫৪ মিনিটে পেছন থেকে পাওলো দিবালাকে চার্জ করে হলুদ কার্ড দেখেন রামোস। ফলে ফিরতি পর্বের খেলায় আর নিজেদের মাঠে নামা হয়নি এই তারকার। আর ওই ম্যাচে রামোসের অভাব ভালোভাবেই টের পায় দলটি। ৩-০ গোলে পিছিয়ে থেকে শেষ পর্যন্ত রোনালদোর গোলে শেষ চারে জায়গা করে নেয় দলটি। তবে রামোসকে ছাড়া ডিফেন্সে দলটির দুর্বলতা ভালোভাবেই ফুটে ওঠে।
এদিকে নিষেধাজ্ঞার কারণে শেষ আটের দ্বিতীয় পর্বের ম্যাচটি ভিআইপি গ্যালারিতে বসেই দেখছিলেন রামোস। তবে ম্যাচের ৯৩ মিনিটে পেনাল্টি নিয়ে মাঠে উত্তেজনা সৃষ্টি হলে ভিআইপি গ্যালারি ছেড়ে চলে আসেন মাঠে প্রবেশের টানেলের মুখে। উয়েফার আইন অনুযায়ী খেলার মাঠের সীমানার ধারেকাছেও আসতে পারবেন না তালিকার বাইরের কোন খেলোয়াড়।
এরপরই ধারণা করা হচ্ছিল রামোস আবারও নিষিদ্ধ হচ্ছেন। তবে তা আর হয়নি। ফলে বায়ার্নের বিপক্ষে অধিনায়ক হয়েই ফিরছেন।
এমআর/পিআর