পিএফএ'র বর্ষসেরা সালাহ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:১০ পিএম, ২৩ এপ্রিল ২০১৮

লিভারপুলের হয়ে প্রথম মৌসুমটা দারুণ কাটছে মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহর। এরই মধ্যে লিগে ৩১ গোল করে জায়গা করে নিয়েছেন রোনালদো-সুয়ারেজদের পাশে। মৌসুমে গোল করেছেন এখন পর্যন্ত মোট ৪১টি। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিও পেলেন এই তারকা। প্রফেশনাল ফুটবলার অ্যাসোসিয়েশনের (পিএফএ) ২০১৭-১৮ মৌসুমের বর্ষসেরার পুরস্কার জিতলেন মিশরীয় এই ফরোয়ার্ড।

রোববার সন্ধ্যায় সেন্ট্রাল লন্ডনের গ্রসভেনর হাউজে এই পুরস্কার গ্রহণ করেন মোহাম্মদ সালাহ। তিনিই প্রথম মিশরীয় খেলোয়াড় হিসাবে এই পুরস্কার পেলেন। এ পুরস্কার জিততে তিনি পেছনে ফেলেন ম্যানসিটির কেভিন দ্য ব্রুইন, লিরোই সানে, ডেভিদ সিলভা, টটেনহ্যামের হ্যারি কেইন ও ম্যানচেস্টার ইউনাইটেডের ডেভিড ডি গিয়াকে।

পুরস্কার জয়ের পর মোহাম্মদ সালাহ বলেন, ‘আশা করি, আমিই শেষ ব্যক্তি নই। পুরস্কারটি জিততে পেরে আমি গর্বিত। আমি খুবই কঠোর পরিশ্রম করেছি। এটা খুবই সম্মানের।’

প্রতি বছর ইংলিশ ফুটবলে অংশ নেয়া ফুটবলারদের মধ্য হতে পারফরম্যান্সের ভিত্তিতে পিএফএ প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কার দেয়া হয়।

এমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।