পিএসজির কষ্টার্জিত জয়

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৫৭ এএম, ২৩ এপ্রিল ২০১৮

লিগ ওয়ানের শিরোপা আগেই ঘরে তুলেছে পিএসজি। এবার দলটির সামনে লক্ষ্য ২০১৫-১৬ মৌসুমে নিজেদের গড়া এক মৌসুমে সর্বোচ্চ ৯৬ পয়েন্ট পাওয়ার রেকর্ডটি টপকানো। আর ১৯৫৯-৬০ মৌসুমে রাসিং প্যারিসের এক মৌসুমে করা সর্বোচ্চ ১১৮ গোল করার রেকর্ডটি নিজেদের দখলে নেয়া। সেই লক্ষ্য ভালোভাবেই এগিয়ে যাচ্ছে দলটি। রব্বার বোর্দোর মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে উনাই এমেরির দল।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে আক্রমণ করে খেলতে থাকে পিএসজি। অনেকগুলো সুযোগ সৃষ্টি করলেও বিরতির আগে গোলের দেখা পায়নি দলটি।

বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া আক্রমণ করে খেলতে থাকে কাভানি-পাস্তোরেরা। গোলও পেয়ে যান কাভানি। তবে তা অফসাইডের ফাঁদে বাতিল হয়ে যায়। অবশেষে ম্যাচের ৭৭ মিনিটে কাভানির বাড়ানো বল জালে জড়ান জিওভানি লো সেলসো। ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টিনার এই মিডফিল্ডার।

বাকি সময় আর গোল না হলে জয়ের আনন্দে মাঠ ছাড়ে দলটি। এ জয়ে ৩৪ ম্যাচে দলটির পয়েন্ট ৯০। বাকি চার ম্যাচে ৭ পয়েন্ট পেলেই নতুন রেকর্ড গড়বে তারা। আর রাসিং প্যারিসের রেকর্ড ভাঙতে তাদের করতে হবে আরও ১৪ গোল।

এমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।