ইউনাইটেডের হারে প্রিমিয়ার লিগ জিতলো ম্যান সিটি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:১৪ পিএম, ১৫ এপ্রিল ২০১৮

তিন মৌসুম পর আবারও ইংলিশ প্রিমিয়ার লিগের শ্রেষ্ঠত্ব ফিরে পেল ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার সিটি। ওয়েস্ট ব্রমের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেড ০-১ গোলে হারায় ৫ ম্যাচ হাতে রেখেই পঞ্চমবারের মতো শিরোপা জিতে নিল গার্দিওলার দল। ইংল্যান্ডে নিজের দ্বিতীয় মৌসুমে এসেই লিগ শিরোপা জয়ের স্বাদ নিলেন এই স্প্যানিশ কোচ।

মূলত সিটির কাজটা সহজ করে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডই। ওল্ড ট্রাফোর্ডে ইউনাইটেডকে চমকে দিয়ে তাদেরকে ১-০ গোলে হারিয়ে বসে লিগের ২০তম দল ওয়েস্ট ব্রম। ৩৩ ম্যাচে ৮৭ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে সিটি। এই ম্যাচ হারের ফলে ৩৩ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে লিগের দ্বিতীয় অবস্থানে রইল মরিনহোর দল। লিগের বাকি ম্যাচগুলো যদি ম্যান সিটি হারে এবং ইউনাইটেড বাকি ম্যাচগুলো জিতে নেয় তাহলেও ১ পয়েন্টের ব্যবধানে থেকে লিগ জিতে নিবে সিটি।

টানা ১৫টি এওয়ে ম্যাচে জয়ের দেখা পায়নি ওয়েস্ট ব্রম। এমন বাজে সমীকরণের সত্ত্বেও ওল্ড ট্রাফোর্ডে শক্তিশালী ইউনাটেডের সাথে সমান পাল্লা দিয়ে লড়তে থাকে ওয়েস্ট ব্রম। পগবা, সানচেজ, লুকাকুদের নিয়ে গড়া আক্রমণভাগ গোলের দেখাই পায় নি পুচকে ওয়েস্ট ব্রমের বিপক্ষে। উল্টো ম্যাচের ৭৩ মিনিটে রড্রিগেজের আকস্মিক গোলে পিছিয়ে পড়ে ইউনাইটেড। ওই এক গোলেই শেষ হয়ে যায় ইউনাইটেডের লিগে টিকে থাকার স্বপ্ন।

গেল ৮ বছর এই নিয়ে তিনবার প্রিমিয়ার লিগ শিরোপা জিতলো ম্যান সিটি। গেল মৌসুমে ট্রফিশূন্য কাটায় ম্যান সিটি। এবার লিগ কাপসহ প্রিমিয়ার লিগকেও নিজেদের করে নিল তারা। কোচিং ক্যারিয়ারে পেপ গার্দিওলা ৯টি মৌসুমের ভেতর ৭টিতেই বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ এবং ম্যান সিটির হয়ে লিগ জয়ের দেখা পেয়েছেন।

আরআর/এমবিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।