রিয়ালের পাওয়া পেনাল্টিকে ‘জুচ্চোরি’ মানতে নারাজ জিদান
রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে টেনে তোলা হয়েছে। জুভেন্টাসের বিপক্ষে দ্বিতীয় লেগে রেফারি তাদের পেনাল্টি দিয়ে ‘জুচ্চোরি’ করেছে। এমন অভিযোগ ম্যাচ শেষ হওয়ার পর থেকেই। এসব শুনে ভীষণ রাগ লাগছে রিয়াল কোচ জিনেদিন জিদানের। তার মতে, রিয়ালের সাফল্যে ঈর্ষান্বিত হয়েই এমন কথা বলছে লোকে।
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম রাউন্ডে জুভেন্টাসের মাঠে গিয়ে ৩-০ গোলে জয় নিয়ে ঘরে ফিরেছিল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এক পর্যায়ে জুভেন্টাসের সামনে ৩-০ গোলে পিছিয়ে পড়ে রিয়াল। দুই লেগে মিলিয়ে নিশ্চিত টাই। ম্যাচ গড়ানোর অপেক্ষায় অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারে। এ সময়ই ডি বক্সের ভেতর জুভ ডিফেন্ডার মেধি বেনাতিয়া ফাউল করেন লুকাস ভাজকুয়েজকে। সঙ্গে সঙ্গেই পেনাল্টির বাঁশি বাজান রেফারি অলিভিয়ের, ম্যাচের তখন ৯৩তম মিনিট।
এমন বিতর্কিত পেনাল্টি দেয়ার পর রেফারিকে নিয়ে চলছে সমালোচনা। জুভেন্টাসের সমর্থক থেকে শুরু করে অনেক খেলোয়াড়ও বলছেন, এটা পরিষ্কার পক্ষপাতিত্ব, তাদের জোর করে হারানো হয়েছে।
তবে চারদিক থেকে উঠা জুচ্চোরির অভিযোগে ভীষণ বিরক্ত জিদান। রিয়াল কোচ বলছেন, ‘আমি বিরক্ত, কারণ এটাকে জুচ্চোরি বলা হচ্ছে। এই ক্লাবের ইতিহাস কেউ বদলে দিতে পারবে না। এটা বিশ্বের সেরা ক্লাব এবং যখন আপনি এমন অবস্থানে থাকবেন, অন্যদের ঈর্ষার পাত্র হবেন। ওটা পেনাল্টি ছিল। তাই আমি বুঝতে পারছি না, কি নিয়ে কথা হচ্ছে।’
চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে এখন রিয়াল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বায়ার্ন মিউনিখকে। জিদান মনে করছেন, লড়াইটা হবে সমানে সমানে, ‘এটা ৫০-৫০ হবে। এই বছর তারা ভালো অবস্থানে আছে, ভালো লড়াই করছে। একটি ক্লাব হিসেবে আমরা জানি তারা কেমন ক্লাব এবং দল হিসেবে কেমন। তারা আমাদের কাজটা কঠিন করে দেবে।’
এমএমআর/এমএস