টানা ৩৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড বার্সার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:০৩ এএম, ১৫ এপ্রিল ২০১৮

চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়েছে। কিন্তু লা লিগায় বার্সেলোনার দাপট অব্যাহতই আছে। ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে হারিয়ে নতুন এক রেকর্ডও গড়ে ফেলেছে আরনেস্তো ভালভার্দের শিষ্যরা। টানা ৩৯ ম্যাচ অপরাজিত থেকে লা লিগায় ইতিহাস তৈরি করেছে দলটি।

১৯৭৯-৮০ মৌসুমে রিয়াল সোসিয়েদাদ টানা ৩৮টি ম্যাচ অপরাজিত ছিল লিগে। এতদিন রেকর্ডটা ছিল তাদেরই দখলে। আগের ম্যাচে লেগানেসকে হারিয়ে অবশ্য রিয়াল সোসিয়েদাদকে ধরে ফেলেছিল বার্সেলোনা। এবার লিগের ৩২তম ম্যাচে ভ্যালেন্সিয়াকে হারিয়ে সোসিয়েদাদকে টপকে গেছেন লিওনেল মেসিরা।

২০১৭ সালের ৮ই এপ্রিল মালাগার স্টেডিয়াম লা রোজালেদায় ২-১ গোলের হারের পরেই শুরু হয় বার্সেলোনার রেকর্ড গড়ার মিশন। লিগে একে একে টানা ৩৯টি ম্যাচ অপরাজিত থেকেছে ভালভার্দের দল। এর মধ্যে ৩২টি ম্যাচেই জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সা। বাকি ৭টি ম্যাচ হয়েছে ড্র।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।