ছয় মৌসুম পর প্রিমিয়ার লিগে ফিরলো উলভস

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:১০ এএম, ১৫ এপ্রিল ২০১৮

২০১১-১২ মৌসুমে শেষবার প্রিমিয়ার লিগে খেলেছিল ইংলিশ ক্লাব উলভারহ্যাম্পটন। তখন লিগে ২০তম অবস্থানে থেকে রেলিগেটেড হয়ে চ্যাম্পিয়নশিপে (প্রিমিয়ার লিগের পরবর্তী লিগ) নেমে যায় দলটি। সেখান থেকে আবারো ছয় মৌসুম পর আগামী মৌসুমের প্রিমিয়ার লিগে খেলার ছাড়পত্র পেল উলভস।

উলভসের প্রিমিয়ার লিগ যাত্রা খুব সহজ ছিল না। ২০১২-১৩ মৌসুমে চ্যাম্পিয়নশিপ থেকে অবনমন হয়ে লিগ ওয়ানে নেমে যায় দলটি। সেখান থেকে চ্যাম্পিয়ন হয়ে আবারো চ্যাম্পিয়নশিপে ফিরে তারা। ২০১৬ সালে চাইনিজ কোম্পানি ‘ফোসান ইন্টারন্যাশনাল’ উলভসকে কিনে নিলে সাফল্যের মুখ দেখতে শুরু করে দলটি।

২০১৬-১৭ মৌসুমে লিগে ১৫তম স্থান দখল করলেও বর্তমান মৌসুমটি স্বপ্নের মত কাটায় দলটি। লিগে ৪ ম্যাচ বাকি থাকতেই প্রিমিয়ার লিগে খেলা নিশ্চিত করে ১৯৭২ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলা উলভস। ৪২ ম্যাচে ৯২ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে তারা। চ্যাম্পিয়নশিপ থেকে প্রথম দুটি দল সরাসরি সুযোগ পাবে প্রিমিয়ার লিগে খেলার। ৩য়, ৪র্থ এবং ৫ম দলের মধ্য থেকে প্লে অফের মাধ্যমে খেলার সুযোগ পাবে ইংল্যান্ডের সর্বোচ্চ লিগে।

আরআর/এমবিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।