সালাহর রেকর্ডের দিনে লিভারপুলের জয়

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:৩৮ এএম, ১৫ এপ্রিল ২০১৮

ম্যান সিটিকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠে গেছে লিভারপুল। ইয়ুর্গেন ক্লপের দল দুর্দান্ত ফর্মটা ধরে রেখছে প্রিমিয়ার লিগেও। সোয়ানসির বিপক্ষে হারার পর প্রিমিয়ার লিগে টানা ৯ ম্যাচ অপরাজিত অলরেডরা। বোর্নমাউথকে ৩-০ গোলে হারিয়ে সেই সংখ্যাটা দশে নিয়ে গেল তারা। ঘরের মাঠে মানে, সালাহ এবং ফিরমিনোর গোলে জয় পায় তারা।

ম্যাচের শুরুতেই গোলের খাতা খুলে লিভারপুল। ৭ মিনিটেই মানের গোলে এগিয়ে যায় তারা। হেন্ডারসনের শট বোর্নমাউথ গোলকিপার রুখে দিলেও রিবাউন্ড থেকে গোল করেন মানে। ২৫ মিনিটে সালাহর দুর্দান্ত একটি শট গোলবারের উপর দিয়ে চলে গোলবঞ্চিত হন এই আফ্রিকান ফুটবলার। ৩৩ মিনিটে ২০ গজ দূর থেকে চেম্বারলিনের দূরপাল্লার শট একটুর জন্য গোলবারের দেখা পায় নি।

বিরতি থেকে ফিরেও দাপটের সঙ্গে খেলতে থাকে লিভারপুল। ৬৯ মিনিটে আলেক্সান্ডার আরনল্ডের দূরপাল্লার ক্রস থেকে বল পেয়েই সেটিকে গোলে পরিণত করেন মিশরের স্ট্রাইকার মোহাম্মদ সালাহ। প্রিমিয়ার লিগে এটি তার ৩০তম গোল। প্রিমিয়ার লিগে এক মৌসুমে আফ্রিকানদের ভেতর সর্বোচ্চ গোল করার রেকর্ড গড়লেন ফুটবলার। এর আগে ২০০৯-১০ মৌসুমে চেলসির হয়ে এক মৌসুমে ২৯ গোল করেছিলেন আফ্রিকান ফুটবলার দিদিয়ের দ্রগবা। তাছাড়া ইয়ান রাশের পর প্রথম ফুটবলার হিসেবে এক মৌসুমে অলরেডদের হয়ে ৪০ গোল করার কৃতিত্ব দেখালেন লিভারপুলের এই প্রাণভোমরা।

ম্যাচের একদম অন্তিম মুহূর্তে চেম্বারলিনের পাস থেকে লিগ নিজের ১৫তম গোলটি করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার রবার্তো ফিরমিনো। প্রিমিয়ার লিগে কোন ব্রাজিলিয়ান ফুটবলারের এটিই সর্বোচ্চ গোল করার রেকর্ড। এই জয়ে ৩৪ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় অবস্থানেই রইল ক্লপের দল।

আরআর/এমবিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।