এক মাসের মধ্যেই মাঠে ফিরছেন নেইমার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:০৯ পিএম, ১৪ এপ্রিল ২০১৮

কিছুদিন আগেই পিএসজি কোচ জানিয়েছিলেন দ্রুতই মাঠে ফিরবেন নেইমার। তবে এবার ব্রাজিলিয়ান তারকা নিজেই জানিয়ে দিলেন এক মাসের মধ্যেই মাঠে ফিরবেন তিনি।

মাঠে ফেরা নিয়ে টিভি গ্লোবোকে নেইমার জানান, ‘সবকিছু ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। এখনও এক মাস বাকি আছি। আমি ভালো উন্নতি করছি।’

এদিকে ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার নিশ্চিত করে জানিয়েছেন, ‘নেইমারের ডান গোড়ালির পুনর্বাসনে ধীরে ধীরে হাঁটাও শুরু করেছেন নেইমার। তার চোটের চমৎকার উন্নতি হয়েছে। আগামী ১০ দিনে তার সেরে ওঠার গতি নির্ধারণ করবে কোনো সীমাবদ্ধতা ছাড়াই তার অনুশীলন শুরুর তারিখ।’

এদিকে নেইমারের এই ঘোষণায় পিএসজির চেয়ে বেশি খুশি হয়েছে ব্রাজিল সমর্থকরা। গত ফেব্রুয়ারিতে লিগ ওয়ানের ম্যাচে মার্সেইয়ের বিপক্ষে পায়ের পাতার পঞ্চম মেটাটারসাল ভেঙে যায় নেইমারের। অস্ত্রোপচারের পর এখন পুনর্বাসন প্রক্রিয়া চললেও অনেকে ধারণা করেছিলেন চোটের কারণে হয়তো ব্রাজিলের হয়ে বিশ্বকাপ খেলা হবে না তার।

তবে নেইমারের এই ঘোষণায় আগামী ১৪ জুন রাশিয়াতে শুরু হতে যাওয়া বিশ্বকাপে তারকা এই ফরোয়ার্ডকে ঘিরে স্বপ্ন দেখছে সমর্থকরা।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।