ইউরোপা লিগের শেষ চারে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:১৬ এএম, ১৩ এপ্রিল ২০১৮

ইউরোপা লিগের শেষ চার নিশ্চিত করেছে ইংলিশ ক্লাব আর্সেনাল। প্রথম পর্বে নিজেদের মাঠে বড় জয়ের পর ফিরতি লিগে সিএসকেএ মস্কোর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে দলটি। ফলে দুই লেগ মিলে ৬-৩ ব্যবধানে এগিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ওয়েঙ্গারের শিষ্যরা।

প্রথম পর্বে ৪-১ পিছিয়ে থাকা সিএসকেএ মস্কো নিজেদের মাঠে অঘটনের ইঙ্গিত দিয়েছিল। শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ধরে রেখে ম্যাচের ৩৯ মিনিটে গোলের দেখাও পায় দলটি। কিরিল নাবাবকিনের হেড আর্সেনাল গোলরক্ষক ফেরালেও তালুবন্দি করতে পারেননি। ফিরতি বল জালে জড়ান রুশ ফরোয়ার্ড ফিওদর চালোভ।

বিরতি থেকে ফিরে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিক দলটি। ম্যাচের ৫০ মিনিটে আলেকসান্দ্র গোলোভিনের দূরপাল্লার শট ঠিকমতো ঠেকাতে ব্যর্থ হন চেক। আলগা বল পেয়ে রুশ ডিফেন্ডার কিরিল নাবাবকিন ব্যবধান দ্বিগুণ করেন।

দুই গোলে পিছিয়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে আর্সেনাল। ম্যাচের ৭৫ মিনিটে গোল করে ব্যবধান কমান ইংলিশ ফরোয়ার্ড ড্যানি ওয়েলবেক। আর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে পাল্টা আক্রমণে স্কোরলাইন ২-২ করেন ওয়েলসের মিডফিল্ডার অ্যারন র‌্যামসি।

এদিকে দিনের অপর ম্যাচে স্পোর্টিংয়ের কাছে ১-০ গোলে হেরেও শেষ চার নিশ্চিত করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। প্রথম লেগে ২-০ গোলের জয়ে দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে পরের ধাপে উঠেছে লা লিগার শিরোপা লড়াইয়ে থাকা দিয়েগো সিমেওনের দল।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।