কত টাকা পেলেন, রেফারিকে কিয়েলিনি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ১২ এপ্রিল ২০১৮

রিয়াল মাদ্রিদ-জুভেন্টাস ম্যাচের ফলাফল ছাড়িয়ে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এটা কি পেনাল্টি ছিল? স্পেনের সাবেক রেফারি এদুয়ার্দো ইতুরালদে জানিয়েছেন পেনাল্টির বাঁশি বাজানো উচিত হয়নি। তবে জুভেন্টাসের অভিজ্ঞ ডিফেন্ডার জর্জো কিয়েলিনি বললেন অন্য কথা। ইঙ্গিত করলেন রিয়ালের তরফ থেকে রেফারিকে টাকা দেওয়ার।

ম্যাচ শেষে কিয়েলিনি ইতালিয়ান সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমার ক্যারিয়ারে এটা সবচেয়ে বড় ডাকাতি। এটা নিশ্চিত যে চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ সব সময় সুবিধা পায়। বায়ার্ন মিউনিখের স্মরণ আছে গত বছর এখানে কী ঘটেছে।’

এর আগে নিজেদের মাঠে ৩-০ গোলে হারলেও রিয়ালের মাঠে ৩ গোল দিয়ে জমিয়ে দিয়েছিল ম্যাচটি। তবে ম্যাচের ৯৩ মিনিটে জুভেন্টাসের মেধি বেনাশিয়া ডি বক্সে পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন লুকাস ভাসকুয়েজকে। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টির প্রতিবাদ করতে থাকে জুভেন্টাসের খেলোয়াড়েরা। লাল কার্ড দেখেন গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। স্পট কিক থেকে গোল করে দলকে সেমিতে জায়গা করে দেন রোনালদো।

এমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।