সর্বোচ্চ গোলদাতা তহুরা, টুর্নামেন্টসেরা শামসুন্নাহার

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ০১ এপ্রিল ২০১৮

হংকংয়ের জকি ক্লাব গার্লস ইন্টারন্যাশনাল ইয়ুথ আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের তিনটিতেই বড় ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দল। সাফ ও এএফসির আয়োজনের বাইরে এটাই বাংলাদেশের মেয়েদের প্রথম কোনো ট্রফি জয়।

লাল-সবুজ জার্সিধারী কিশোরীদের এ বিজয়ে বড় ভূমিকা রেখেছেন দুই ফরোয়ার্ড তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র। তিন ম্যাচে বাংলাদেশের করা ২৪ গোলে ১৪ টিই তাদের দুইজনের। এর মধ্যে তহুরা খাতুন দুটি হ্যাটট্রিকসহ করেছেন ৮ গোল। এক হ্যাটট্রিকসহ শামসুন্নাহারের গোল ৬টি।

তহুরা হ্যাটট্রিক করেছেন ইরান ও হংকংয়ের বিরুদ্ধে। শামসুন্নাহার ইরানের বিরুদ্ধে। বাংলাদেশের ফরোয়ার্ড তহুরা ৮ গোল করে জিতেছেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। আর শামসুন্নাহার হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়।

বাংলাদেশের ২৪ গোলের অন্য ১০ টির মধ্যে ৩ টি করে করেছেন অনাই মোগিনি ও অনুচিং মারমা। দুটি গোল করেছেন সাজেদা খাতুন। শামসুন্নাহার সিনিয়র ও নিলুফার ইয়াসমিন নিলা করেছেন একটি করে গোল।

আরআই/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।