কারাগারে ফুটবল খেলতে গিয়ে আহত তেভেজ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ২৯ মার্চ ২০১৮

কারাগারের মধ্যে ফুটবল ম্যাচ খেলতে গিয়ে আহত হলেন আর্জেন্টিনা এবং বোকা জুনিয়র্সের স্ট্রাইকার কার্লোস তেভেজ। চোটের অবস্থা জানতে বোকা জুনিয়র্সে ফিরেছেন এই ফরোয়ার্ড।

কিন্তু তেভেজ আবার কারাগারে গেলেন কেন? আসলে ডাকাতির মামলায় করডোবার এক কারাগারে ১৬ বছরের সাজা ভোগ করছেন তার ভাই বেতো। আর্জেন্টাইন সংবাদপত্র ‘ক্লারিন’ জানিয়েছে, সেখানেই ভাইয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তেভেজ। শুধু দেখা করা নয়, কারাগারের মধ্যেই টানা ২০ মিনিট ফুটবল ম্যাচ খেলেন তিনি।

এরপর যা হওয়ার তাই হয়েছে। উল্টোপাল্টা দৌঁড়াদৌঁড়ি করে পায়ের কাফ মাসলে টান পড়েছে তেভেজের। এজন্য তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।