ভারতে সাবিনার জার্সি ১১ কৃষ্ণার ৮

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:৪৪ পিএম, ২৬ মার্চ ২০১৮

রোববার বিকেলে ভিসা পেয়ে সন্ধ্যার ফ্লাইট ধরেই ভারতে গেছেন বাংলাদেশের দুই নারী ফুটবলার সাবিনা খাতুন ও কৃষ্ণা রানী সরকার। কলকাতা, গুয়াহাটি হয়ে সোমবার তারা শিলং পৌঁছেছেন। যেখানে হচ্ছে ভারতীয় উইমেন্স ফুটবল লিগ।

সাবিনা-কৃষ্ণাদের ক্লাব সেথু এফসির প্রথম খেলা মঙ্গলবার। তবে সাবিনা-কৃষ্ণার দুইজনের প্রথম দিন খেলার সম্ভাবনা কম। কারণ, তারা ওখানে দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি। ক্লাবসূত্র বলছে, প্রথম ম্যাচে সাবিনাকে বদলি হিসেবে খেলানো হতে পারে। আর কৃষ্ণাকে দ্বিতীয় ম্যাচ থেকে।

সাবিনা ও কৃষ্ণা ক্লাবে পৌঁছানোর পর তাদের হাতে জার্সি তুলে দিয়েছেন কর্মকর্তারা। ভারতে সাবিনা খেলবেন ১১ নম্বর জার্সি পরে এবং কৃষ্ণার গায়ে উঠবে ৮ নম্বর জার্সি।

k

সাবিনা ও কৃষ্ণা বাংলাদেশের প্রথম নারী ফুটবলার হিসেবে ভারতের ঘরোয়া ফুটবলে খেলতে গেছেন। এর মধ্যে সাবিনা আগে মালদ্বীপে খেলেছেন। কৃষ্ণার এটাই হবে প্রথম কোনো বিদেশি ক্লাবের হয়ে খেলা।

আরআই/আইএইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।