জোড়া গোলে তিনে উঠলো রোনালদো

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:০৪ পিএম, ২৪ মার্চ ২০১৮

হারের শঙ্কায় থাকা পর্তুগালকে জয় এনে দিলেন রোনালদো। শেষ তিন মিনিটে করলেন দুই গোল। আর এতেই প্রীতি ম্যাচে মিশরকে ২-১ গোলে হারিয়েছে তার দল।

তবে জোড়া গোল করে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন পর্তুগালের এই অধিনায়ক। জাপানের কুনিশিগে কামামোতো পেছনে ফেলে ৮১ গোলে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনে উঠে এসেছেন পর্তুগালের এ সুপারস্টার। তার উপরে রয়েছেন শুধু পুসকাস ও আলি দাই।

চলতি মৌসুমে শুরুতে নিজের নামের প্রতি সুবিচার করতে না পারলেও আসতে আসতে গোলের দেখা পেতে শুরু করেন রোনালদো। এরই মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে নিজের দল রিয়ালকে নিয়ে গেছেন শেষ আটে। লা লিগায়ও শীর্ষ তিনে অবস্থান করছে। ক্লাবে ধারাবাহিকতা জাতীয় দলের জার্সিতে ধরে রাখছেন এই তারকা।

এদিকে জাতীয় দলের হয়ে গোলের সংখ্যায় তার চেয়ে উপরে থাকা পুসকাস, হাঙ্গেরি ও স্পেনের জার্সিতে মোট ৮৪ গোল করেছেন। আর ইরানের হয়ে আলি দাইয়ের করেছেন ১০৯ গোল। এভাবে গোল করতে থাকলে বলার অপেক্ষা রাখে না খুব দ্রুতই এই দুজনকে ছাড়িয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাবেন রোনালদো।

এমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।