সবুজের হ্যাটট্রিকে ব্যাংককে বাংলাদেশের জয়

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:০২ পিএম, ২৩ মার্চ ২০১৮

থাইল্যান্ডে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শুক্রবার লাল-সবুজ জার্সিধারীরা ৪-৩ গোলে হারিয়েছে স্বাগতিক ব্যাংকক গ্লাস ফুটবল ক্লাবকে। তৌহিদুল আলম সবুজের হ্যাটট্রিক ও আবু সুফিয়ান সুফিলের গোলে দীর্ঘদিন পর কোনো বিদেশি দলের বিরুদ্ধে জিতলো বাংলাদেশ জাতীয় দল।

দীর্ঘ প্রায় ১৮ মাস পর ২৭ মার্চ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। লাওসের বিরুদ্ধে ওই ম্যাচের আগে একটা জয় সঙ্গী করতে পারলো অ্যান্ড্রু ওর্ডের শিষ্যরা। ব্যাংককে বুধবার প্রথম প্রস্তুতি ম্যাচে ৮৯ মিনিটের গোলে রাচাবুড়ি ফুটবল ক্লাবের কাছে হেরেছিল বাংলাদেশ।

ব্যাংকক গ্লাস এএফসির বিরুদ্ধে বাংলাদেশ প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়েছিল। ৬ মিনিটে সুফিলের দেয়া গোলে বাংলাদেশ এগিয়ে যাওয়ার পর সমতা এনেছিল স্বাগতিকরা। কিন্তু তৌহিদুল আলম সবুজ ৩০ ও ৪২ মিনিটে গোল করে দলকে ৩-১ এ এগিয়ে নেন।

বিরতির পর স্থানীয় দলটি বেশ গুছিয়ে খেলে। এক পর্যায়ে তারা ম্যাচে সমতাও (৩-৩) ফেরায়। কিন্তু খেলা শেষ হওয়ার ৩ মিনিট আগে তৌহিদুল আলম সবুজ নিজের তৃতীয় গোল করে জয় নিশ্চিত করেন।

বাংলাদেশ ২৫ মার্চ ব্যাংকক থেকে লাওস যাবে।

আরআই/এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।