নেইমারদের ৪৪ লাখ টাকা জরিমানা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫৯ পিএম, ২৩ মার্চ ২০১৮

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছে নেইমার-ডি মারিয়াদের ক্লাব পিএসজিকে। রিয়ালের মাঠে ৩-১ গোলে হারের পর নিজেদের মাঠে হারে ২-১ ব্যবধানে। তবে ওই ম্যাচে সমর্থকদের কর্মকাণ্ডের জন্য জন্য পিএসজিকে ৪৪ লাখ টাকা জরিমানা করেছে উয়েফা।

দ্বিতীয়ার্ধের শুরুতে ‘পিএসজি এন্ডের’ ঠিক পেছনের গ্যালারিতে দর্শকরা ফ্লেয়ার ছুড়তে থাকে। তাতে স্বাগতিক ডি-বক্সে ও তার আশে অনেক ধোঁয়া তৈরি হয়। ম্যাচের ৪৮ ও ৬৬ মিনিটে দুইবার ধোয়ার জন্য খেলা বন্ধ করে দেন রেফারি। ম্যাচ শেষ উয়েফা জানিয়েছিল তদন্ত করে ব্যবস্থা করা হবে। শেষ পর্যন্ত শাস্তির সম্মুখীনই হতে হল দলটিকে।

এদিকে উয়েফা কর্তৃপক্ষ জরিমানার বিষয়টি পিএসজিকে জানিয়ে দিয়েছে। তবে পিএসজি এ নিয়ে এখনো কোন কিছু জানায়নি।

এর আগে ফরাসি লীগ কাপের ফাইনালে মোনাকোর বিপক্ষে ৪-১ গোলে জয়ের পর স্টেডিয়ামের একাংশকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল পিএসজি সমর্থকরা। বসার চেয়ার থেকে শুরু করে টয়লেট- সব জায়গাতেই পাওয়া যায় তাদের ধ্বংসযজ্ঞের চিহ্ন। সেই কর্মকাণ্ডের জন্য লিগ ডি ফুটবল প্রফেশনালস (এলএফপি) কর্তৃপক্ষ পিএসজির ওপর ১ লাখ ইউরো জরিমানা আরোপ করে।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।