ভারতের ক্লাবে খেলা হচ্ছে না সাবিনা-কৃষ্ণার?

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:১৮ পিএম, ২২ মার্চ ২০১৮

ভারতের ঘরোয়া ফুটবলে খেলা হচ্ছে না সাবিনা খাতুন আর কৃষ্ণা রানী সরকারের। দেশের এ দুই নারী ফুটবল তারকার খেলার কথা ছিল ভারতের উইমেন্স লিগে। দেশটির তামিলাড়ুর ক্লাব সেথু এফসি তাদের বিদেশি খেলোয়াড় হিসেবে নিবন্ধন করিয়েছিল বাংলাদেশের সাবিনা-কৃষ্ণাকে। কিন্তু ভারতীয় ভিসা না পাওয়ায় তাদের আর যাওয়া হচ্ছে না।

ক্লাবটির সভাপতি সিনি মোহাইদিনি হতাশ সাবিনা ও কৃষ্ণার ভিসা না হওয়ায়। বৃহস্পতিবার বিকেলে বলছিলেন, 'সাবিনা-কৃষ্ণার ভিসা হচ্ছে না। এখন আমাদের বিদেশি ছাড়াই খেলতে হবে। এটা দুঃখজনক। আমি খুব হতাশ। গত এক মাস ধরে তাদের ভিসার চেষ্টা করে আসছিলাম।'

ভারতীয় ক্লাব সেথু এএফসির ইচ্ছে ছিল ১৫ মার্চের মধ্যে বাংলাদেশের সাবিনা খাতুন আর কৃষ্ণা রানী সরকারকে ক্যাম্পে যোগ দেয়ানোর। সাবিনা-কৃষ্ণাও মুখিয়ে ছিলেন দেশটির ঘরোয়া ফুটবলে খেলতে। কিন্তু বৃহস্পতিবার তারা জানতে পেরেছেন ভিসা হচ্ছে না।

গত ৭ মার্চ ভিসার জন্য আবেদন করেন সাবিনা খাতুন ও কৃষ্ণা রানী সরকার। ১৩ মার্চ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন থেকে চিঠি দেয়া হয়েছিল ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনকে।

আরআই/এমএমআর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।