আলোনসোর পাঁচ বছরের জেল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:২৩ পিএম, ২২ মার্চ ২০১৮

ট্যাক্স ফাঁকির অভিযোগে কিছুদিন আগে জরিমানা দিয়ে মুক্তি পেয়েছেন লিওনেল মেসি। একই অভিযোগে মামলা চলছে রোনালদো, নেইমারদের। তবে এবার ট্যাক্স ফাঁকির অভিযোগে সাবেক স্প্যানিশ ফুটবলার জাবি আলোনসোকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। সঙ্গে ৪ মিলিয়ন ইউরো জরিমানাও করা হয়েছে এই তারকার।

এক বিজ্ঞপতির বরাতে দ্য ইন্ডিপেডেন্ট জানায়, ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত স্পেন সরকারকে দুই মিলিয়ন ইউরো ট্যাক্স ফাঁকি দেন ওই ফুটবলার।

২০০৩ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ১১৪টি ম্যাচে স্পেনকে প্রতিনিধিত্বকারী এই সেন্টার মিডফিল্ডার ২০১০ সালে বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। জাতীয় দলের জার্সিতে মোট ১৬টি গোল করেন তিনি। এছাড়া লিভারপুল, রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের মতো বড় বড় ক্লাবে খেলেছেন এই স্প্যানিয়ার্ড।

এদিকে ইউরোপের দেশটির ওই আদালতে আলোনসোর অর্থনৈতিক উপদেষ্টা জালুদা আজকুয়েনাগা ও শেল কোম্পানির কর্মকর্তা আগানাসি মার্স্তে কাসানাভোকেও একই সাজা দেয়া হয়েছে।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।