‘থাইল্যান্ডের ম্যাচ দুটি হবে ফুটবলারদের পরীক্ষা’

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:২৭ পিএম, ১৮ মার্চ ২০১৮

কাতারে দুটি ম্যাচ খেলার কথা থাকলেও খেলা হয়নি ফুটবলারদের। ২৭ মার্চ লাওসের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচের আগে এখন ভরসা থাইল্যান্ডের দুটি ক্লাব। সোমবার দুপুরে থাইল্যান্ড যাবে ফুটবলাররা। সেখানে ২১ ও ২৩ মার্চ থাই প্রিমিয়ার লিগের দুটি ক্লাবের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবেন তারা। প্রতিপক্ষ রাচাবুড়ি ফল ফুটবল ক্লাব ও ব্যাংকক গ্লাস ফুটবল ক্লাব। জাতীয় দলের প্রধান কোচ অ্যান্ড্রু ওর্ড এ ম্যাচ দুটিতে খেলোয়াড়দের পরীক্ষা করার সুযোগ পাবেন।

থাইল্যান্ড সফরের আগে রোববার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ান এ কোচ বলেছেন, ‘লাওসের চেয়ে থাইল্যান্ডের ক্লাব দল ভালো হতে পারে। এটা ফুটবলারদের জন্য ভালো পরীক্ষাও হবে।’ কাতারের দুই সপ্তাহের অনুশীলনে সন্তুষ্ট ওর্ড, ‘বিকেএসপির পর কাতারে অনুশীলন-এখন পর্যন্ত প্রস্তুতি আমাদের ভালোই হয়েছে। খেলোয়াড়রা অনুশীলনে যা করেছেন, আমি তাতে সন্তুষ্ট। আমি কোচিং স্টাফের কাছেও অনেক চেয়েছিলাম। তারা সবাই সাধ্যমতো চেষ্টা করেছেন।’

থাইল্যান্ডের এক সপ্তাহকে অনুশীলনের কঠিনপর্ব উল্লেখ করে প্রধান কোচ বলেছেন, ‘লাওসের ম্যাচের আগে থাইল্যান্ডের অনুশীলনটা গুরুত্বপূর্ণ। এখন আমার সাথে আবাহনীর খেলোয়াড়রাও আছেন। এখন অনুশীলনের গভীরতা বাড়বে। লাওসে আমরা কেমন করতে পারি, তা বোঝা যাবে থাইল্যান্ডের দুটি ম্যাচে। লাওসের ফুটবলার ও কন্ডিশন অনেকটাই থাইল্যান্ডের মতো। আমি মনে করি, এগুলো কাজে দেবে লাওসের বিপক্ষে ম্যাচে। ’

দলের অন্যতম সিনিয়র খেলোয়াড় ফয়সাল মাহমুদ আশাবাদী লাওসকে হারানো নিয়ে। কাতারে দুই সপ্তাহ যে অনুশীলন হয়েছে তা অনেক কার্যকর ছিল উল্লেখ করে ফয়সাল মাহমুদ বলেন, ‘আমাদের অনুশীলন অনেক ভালো হয়েছে। আমরা যে সেটপিচে গোল খাই, তা নিয়ে কোচ অনেক কাজ করেছেন। খাদ্যাভাস ও অনুশীলন মিলিয়েই কোচরা আমাদের ফিটনেস উন্নতির চেষ্টা করেছেন।’

আরআই/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।