ইউরোপা লিগের শেষ আটে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৩৭ এএম, ১৬ মার্চ ২০১৮

ইউরোপা লিগের শেষ আট নিশ্চিত করেছে আর্সেনাল। বৃহস্পতিবার ঘরের মাঠে দ্বিতীয় লেগে ইতালিয়ান ক্লাব এসি মিলানকে ৩-১ গোলে হারিয়েছে দলটি। এর আগে মিলানের মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছিল ওয়েঙ্গারের শিষ্যেরা।

আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণ করে খেলতে থাকে এসি মিলান। ম্যাচের প্রথম মিনিটেই গোলের সুযোগ পেয়েছিল সফরকারী দলটি। তবে আন্দ্রে সিলভার শট পাশের জালে জড়ায়। আসতে আসতে খেলায় ফিরতে থাকে স্বাগতিক দল। একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত করে তোলে মিলান শিবির।

তবে পাল্টা এক আক্রমণে ম্যাচের ৩৫ মিনিটে সফরকারী দলকে লিড এনে দেন হাকান কালহানগলু। প্রায় ৩০ গজ দূর থেকে ডান পায়ের জোরালো শটে বল জালে জড়ান তুরস্কের এই তারকা।

এর চার মিনিট পরই সমতা ফেরায় আর্সেনাল। বক্সের ভেতর ওয়েলবেককে ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা। সফল স্পট কিক থেকে বল জালে জড়ানএই ইংলিশ ফরোয়ার্ড।

football

বিরতি থেকে ফিরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় আর্সেনাল। ম্যাচের ৭১ মিনিটে আর্সেনালকে এগিয়ে দেন গ্রানিট শাকিরি। ডি বক্সের বাইরে থেকে শাকিরির জোরালো শট গোলরক্ষকের হাত ফসকে জালে জড়িয়ে যায়। আর ৮৬ মিনিটে হেডে নিজের দ্বিতীয় গোলের পাশাপাশি দলের জয় নিশ্চিত করেন ওয়েলবেক।

এদিকে দিনের অন্য ম্যাচে লকোমটিভ মস্কোকে তাদের মাঠেই ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ফলে দুই লেগ মিলিয়ে ৮-১ গোলের বড় জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাবটি।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।