বাংলাদেশের পতাকার ছবি দিয়ে লা লিগার সমবেদনা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:১৮ পিএম, ১৩ মার্চ ২০১৮

নেপালের রাজধানী কাঠমান্ডুতে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনার খবরে শোকস্তব্ধ পুরো বিশ্ব। এমন এক দুর্ঘটনার খবর শোনার পর সমবেদনা জানিয়েছে স্প্যানিশ প্রিমিয়ার ডিভিশন ফুটবলের সর্বোচ্চ সংস্থা লা লিগার কর্তৃপক্ষও।

নিজেদের ফেসবুক পেজে বাংলাদেশের লাল-সবুজ পতাকার ছবি দিয়ে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের প্রতি সমবেদনা জানিয়েছে লা লিগা। যেখানে তারা লিখেছে, 'সোমবার কাঠমুন্ডুতে বিমান দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্থ হয়েছেন, তাদের পাশে আছে লা লিগা।'

jagonews24

প্রসঙ্গত, নেপালের এই বিমান দুর্ঘটনায় মোট ৫০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এর মধ্যে রয়েছেন ২৮ জন বাংলাদেশিও। সোমবার নেপালের স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে ৪ জন ক্রুসহ ৬৭ আরোহীবাহী বিমানটি বিধ্বস্ত হয়।

এমএমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।