চ্যাম্পিয়ন্স লিগের হারের ক্ষত ভুলে পিএসজির বড় জয়

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:৪৮ এএম, ১১ মার্চ ২০১৮

শেষ ষোলোতেই পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে রিয়াল মাদ্রিদ। রোনালদো ভেলকিতে সেদিন ‘পার্ক দে ফ্রান্স’ স্টেডিয়ামে কান্না নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল পিএসজিকে। সেই হারের ক্ষত ভুলতে ফ্রেঞ্চ লিগের তলানির দল মেতজের বিপক্ষে খেলতে নামে উনাই এমেরির শীষ্যরা। আত্মবিশ্বাস ফিরে পাওয়ার এই ম্যাচে মেতজেকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে নেইমারের দল। এর ফলে লিগে ২৮ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের শীর্ষেই রইল দলটি।

রিয়ালের বিপক্ষে ম্যাচের একাদশের কাভানি এবং থিয়াগো মোত্তাকে দলের বাইরে রেখেই একাদশ সাজায় পিএসজি কোচ। ঘরের মাঠে পিসজিকে গোল পেতেও অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ৫ম মিনিটেই মুনিয়ারের গোলে এগিয়ে যায় পিএসজি। ডান পাশের দুর্দান্ত শটে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এরপর চলে এনকুনকু শো। ৮ মিনিটের ব্যবধানে ২ গোল করে দলকে ৩-০ গোলের লিড এনে দেন এই ফ্রেঞ্চ স্ট্রাইকার।

বিজ্ঞাপন

২০ মিনিটে ভেরাত্তির পাস থেকে বা পায়ের শট ম্যাচের ১ম গোলটি করেন এনকুনকু। এর ঠিক ৮ মিনিট পর ডি মারিয়ার কাছ থেকে বল পেয়ে দূরপাল্লার শটে পিএসজির হয়ে ৩য় এবং নিজের ২য় গোল করেন এই ২০ বছর বয়সী স্ট্রাইকার। এখানেই শেষ হয় নি রিয়াল মাদ্রিদের প্রথমার্ধের গোল উৎসব। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ভেরাত্তির আরেকটি বাড়ানো বল থেকে ম্যাচের চতুর্থ গোলটি করেন এমবাপে।

বিরতি থেকে ফিরেও চলে পিএসজির একক আধিপত্য। ৫৭ শতাংশ বল নিজেদের দখলে রাখলেও গোল ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করেন ডি মারিয়া-এনকুনকুরা। অবশেষে ম্যাচের ৮৩ মিনিটে মুনিয়ারের কর্নার থেকে হেডে গোল করে পিএসজিকে ৫-০ গোলের বড় জয় এনে দেন অধিনায়ক থিয়াগো সিলভা। এই জয়ের ফলে কিছু রেকর্ডকেও নিজেদের সঙ্গী করে ফেলেছে পিএসজি। বর্তমান মৌসুমে সবরকম প্রতিযোগিতায় ১৪৪ গোল করেছে নেইমাররা যা যেকোন মৌসুমের থেকে বেশি। শুধু তাই নয়, ঘরের মাঠে শেষ ১১ ম্যাচের একটিতে হেরেছে তারা এবং জয়ী হওয়া ১০টি ম্যাচের প্রত্যেকটিতেই করেছে গড়ে ৩টি করে গোল। বোঝাই যাচ্ছে ঘরের মাঠে লিগে তারা কতটা শক্তিশালী। পিএসজির পরবর্তী ম্যাচ ফ্রেঞ্চ লিগে ১৪ তারিখ এংগার্সের বিপক্ষে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরআর/জেডএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।