কোয়ার্টারে উঠে রিয়াল পেলো ৬৭ কোটি টাকা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:১৪ পিএম, ০৭ মার্চ ২০১৮

প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) মাঠে ফিরতি লেগে জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে রিয়াল মাদ্রিদ। শুধু কি দলীয় অর্জনের খাতাটাই সমৃদ্ধ হয়েছে তাতে? না, সঙ্গে অ্যাকাউন্টেও বড় অংকের টাকা জমা পড়তে যাচ্ছে রোনালদোদের।

চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী ধাপে নাম লেখাতে পারায় রিয়াল পাবে ৬.৫ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৬৭ কোটি টাকার উপরে। লস ব্লাঙ্কোসদের এই অর্থটা দেবে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। শেষ আটে নাম লেখানো বাকি দলগুলোও পাবে সমান পরিমাণ অর্থ।

দল ভালো করলে ক্লাবের আয় এমনিতেই বেড়ে যায়। এই মৌসুমেই যেমন সবমিলিয়ে ৩১.৭ মিলিয়ন ইউরো আয় করে ফেলেছে রিয়াল। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩২৭ কোটি টাকার উপরে।

এ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের টানা আট আসরে কোয়ার্টার ফাইনাল খেলছে রিয়াল। ২০১০-১১ মৌসুম থেকে প্রতিবারই শেষ আটে দেখা গেছে বর্তমান চ্যাম্পিয়নদের।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।