৫ বছরের জেল হতে পারে লুকা মড্রিচের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:০১ পিএম, ০৩ মার্চ ২০১৮

পাঁচ বছরের জেল হতে পারে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার লুকা মড্রিচের। মামলায় মিথ্যা সাক্ষ্য দেয়ার অভিযোগ উঠেছে ক্রোয়াশিয়া ফুটবল দলের অধিনায়কের বিরুদ্ধে। ডায়নামো জাগরেবের সাবেক সভাপতি দ্রাভকো মামিচের বিচারে মডরিচ মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন বলে শুক্রবার অভিযোগ গঠন করেছে ক্রোয়েশিয়ার প্রধান আইন কর্মকর্তার কার্যালয়।

মিথ্যা সাক্ষ্য দেয়ার এই অভিযোগ প্রমাণিত হলে ক্রোয়েশিয়ার আইন অনুযায়ী ছয় মাস থেকে পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে রিয়াল তারকা মড্রিচের।

কিন্তু ডায়নামো জাগরেবের সভাপতির সঙ্গে কি ঝামেলা মডরিচের? যারা খেলার খোঁজখবর রাখেন তারা জানেন, একটা সময় (২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত) ডায়নামো জাগরেবে খেলেছেন রিয়াল মিডফিল্ডার। সেখান থেকে টটেনহাম হটস্পার হয়ে ২০১২ সালে তিনি যোগ দেন রিয়াল মাদ্রিদে।

ক্রোয়েশিয়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, গত বছরের জুনে দ্রাভকো মামিচসহ ডায়নামোর আরও তিন কর্মকর্তার বিপক্ষে মামলায় সাক্ষ্য দেন মড্রিচ। সেই মামলার তদন্তেই মড্রিচের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেয়ার অভিযোগ উঠেছে।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।