আর্জেন্টিনা দলে ফিরলেন হিগুয়েন, বাদ দিবালা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৪৭ পিএম, ০২ মার্চ ২০১৮

রাশিয়া বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে স্পেন ও ইতালির বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে মেসির আর্জেন্টিনা। প্রীতি ম্যাচের ঘোষিত ২২ সদস্যের দলে ডাক পেয়েছেন জুভেন্টাস তারকা গঞ্জালো হিগুয়েন। তবে চোটের কারণে বাদ পড়েছেন জুভেন্টাসের আরেক তারকা ফরোয়ার্ড পাওলো দিবালা ও ইন্টার মিলান ফরোয়ার্ড মাউরো ইকার্দি।

ম্যানচেস্টার সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ২৩ মার্চ ইতালির মুখোমুখি হবে আর্জেন্টিনা। চারদিন পর ওয়ান্ডা মেট্রোপলিটানে স্পেনের বিপক্ষে নামবে দুবারের বিশ্বকাপ জয়ী দলটি।

এদিকে এ দুই ম্যাচের পরও ইসরায়েলের বিপক্ষে মাঠে নামার কথা আছে মেসিদের। তবে সেই ম্যাচের ভেন্যু এবং তারিখ এখনো ঠিক হয়নি।

আর্জেন্টিনা দল
গোলরক্ষক: সার্জিও রোমেরো, নাহুয়েল গুজম্যান, উইলি কাভালেরোও।

ডিফেন্ডার: ফেদেরিকো ফাজিও, গ্যাব্রিয়েল মের্কাদো, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস আকুইনা, এডুয়ার্দো সালভিও, রামিরিও ফুনেস, নিকোলাস তাগলিয়াফিকো ও মার্কোস রোহো।

মিডফিল্ডার: হাভিয়ের মাশ্চেরানো, এভার বানেগা, লুকাস বিগলিয়া, লিওনার্দো পারাদেস, অ্যাঙ্গেল ডি মারিয়া, জিওভান্নি লো সালসো, ম্যানুয়েল লানজিনি।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েন, সার্জিও আগুয়েরো, ডিয়েগো পেরোত্তি।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।