নেইমারকে ছাড়াই রিয়ালকে হারাবে পিএসজি!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৪২ পিএম, ০১ মার্চ ২০১৮

ফরাসি লিগ ওয়ানে আগে থেকেই সেরা ছিল পিএসজি। তাদের লক্ষ্য ইউরোপের সেরা হওয়া। সে লক্ষ্যেই ২০০ মিলিয়ন ইউরো দিয়ে বার্সেলোনা থেকে ব্রাজিল তারকা নেইমারকে প্যারিসে উড়িয়ে নিয়েছে ফরাসি ক্লাবটি। লক্ষ্য পূরণে তারা অনেকদুর এগিয়ে গিয়েছিলও; কিন্তু বিপত্তিটা বাধলো দ্বিতীয় রাউন্ডেই মুখোমুখি হতে হলো টানা দুবারের ইউরোপ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের। প্রথম লেগে ৩-১ গোলে হারলেও পিএসজির প্রত্যাশা, দ্বিতীয় লেগেই রিয়ালকে কাংখিত ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে যাবে পিএসজি।

কিন্তু দুর্ভাগ্য পিএসজিকে এতটাই তাড়া করছে যে, তারা হয়তো আর পারলো না রিয়াল বাধা পার হতে। কারণ, আচমকা ইনজুরিতে পড়ে এই মৌসুমের জন্য মাঠের বাইরে নেইমার দ্য সিলভা জুনিয়র। স্বপ্ন বাস্তবায়নের পথে পিএসজির সবচেয়ে বড় ধাক্কা। তবুও আশা হারাতে রাজি নয় পিএসজি। তাদের আশা, নেইমারকে ছাড়াও ঘরের মাঠে তারা হারাতে পারবে রিয়ালকে।

পিএসজির ক্লাব চেয়ারম্যান নাসের আল খলিফা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ‘পিএসজির ক্ষমতা আছে, নেইমারকে ছাড়াও রিয়াল মাদ্রিদকে পরাজিত করার।’ কোপা ডি ফ্রান্সের কোয়ার্টার ফাইনালে মার্সেইয়ের বিপক্ষে মাঠে নামার আগেই পিএসজি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, পায়ের অস্ত্রোপচার করা হবে নেইমারের। ব্রাজিলে করা হবে এই অস্ত্রোপচার।

মার্সেইয়ের বিপক্ষে ৩-০ গোলে জয়ের পর নাসের আল খলিফা নেইমারের প্রশংসা করেন। একই সঙ্গে প্রশংসা করেন নেইমারের বাবারও। কারণ, ইনজুরির পর নেইমারকে নিয়ে যে ধুম্রজাল তৈরি হয়েছিল, তাতে নেইমার এবং তার পরিবার বেশ ধৈয্য ধারণ করেছেন। এটাই মুগ্ধ করেছে পিএসজি চেয়ারম্যানকে।

কাতারি এই ধনকুবের বলেন, ‘আমি বিরক্ত? না না। আপনারা হয়তো সব সময়ই বিতর্কের দিকে নজর রাখেন। আমরা সত্যিই এখনও অনেক শক্তিশালী। আমি নেইমার এবং তার বাবাকে ধন্যবাদ জানাই। তিনি চেয়েছেন, রিয়াল মাদ্রিদ ম্যাচ পর্যন্ত আমাদের সঙ্গে থাকতে। আমরা একটি পরিবারের মত। আর তিনি একজন ভদ্রলোক। ঘটনার দিনও তিনি ছিলেন এখানে। নিজের পুত্র এবং ক্লাবের জন্য অনেক কিছু করেছেন তিনি।’

রিয়াল মাদ্রিদের সম্পর্কে বলতে গিয়ে নাসের আল খলিফা বলেন, ‘রিয়াল মাদ্রিদ? অবশ্যই আমাদের নিজেদের ওপর বিশ্বাস আছে। যদি তাই না হয়, তাহলে আমরা কিভাবে খেলবো? আমরা এখনও যে দল, অবশ্যই রিয়ালকে হারানোর ক্ষমতা রাখি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। এবং খেলোয়াড়রা মানসিকভাবে খুবই শক্তিশালী। এটা এখনও দেখিয়ে যাচ্ছে তারা। সবাই এই ম্যাচের জন্য প্রস্তুত এবং তারা খেলতে চায়। এটাই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

নাসের আল খলিফার প্রত্যাশা, তারা চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী রাউন্ডে যেতে পারবেন। তিনি বলেন, ‘আমরা অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হতে পারবো। সমর্থক এবং খেলোয়াড়রা সবাই এক। আমরা এগিয়ে যাবো। আমি আবারও বলবো, আমাদের কাছে সে ধরনের খেলোয়াড় এবং দল রয়েছে।’

আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।