লরেন্তের হ্যাটট্রিকে টটেনহ্যামের গোলোৎসব

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:০৮ পিএম, ০১ মার্চ ২০১৮

পঞ্চম রাউন্ডে এসে রোজডেলকে বলতে গেলে উড়িয়ে দিয়েছে টটেনহ্যাম হটস্পার। ইংলিশ এফএ কাপে ফার্নান্দো লরেন্তের দুর্দান্ত এক হ্যাটট্রিকে রোজডেলকে ৬-১ গোলে হারিয়েছে টটেনহ্যাম। লন্ডনের বিখ্যাত ওয়েম্বলিতে দুর্দান্ত এই জয়ে কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে হ্যারি কেন অ্যান্ড কোং।

মাত্র ১২ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক করেন টটেনহ্যামের স্প্যানিশ স্ট্রাইকার লরেন্তে। ৪৭ মিনিটে তিনি নিজের প্রথম গোলটি করেন। দ্বিতীয় গোল করতে সময় নেন ৬ মিনিট। অর্থ্যাৎ ৫৩ মিনিটের মাথায় দ্বিতীয় গোল। আরও ৬ মিনিট পর, অর্থ্যাৎ খেলার ৫৯ মিনিটের মাথায় করলেন তৃতীয় গোল।

লরেন্তের আগে অবশ্য টটেনহ্যাম আরও একবার বল জড়িয়েছিল রোজডেলের জালে। ২৩ মিনিটে গোলের সূচনা করেন সন হিউং মিন। যদিও প্রথমার্ধে ১-১ গোলে সমতা রেখেই বিরতিতে গিয়েছিল রোজডেল। কারণ, ৩১ মিনিটেই টটেনহ্যামের জালে বল জড়িয়ে দেন স্টিফেন হামপ্রিস।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে যেভাবে জ্বলে উঠেছে, টটেনহ্যাম তাতে উড়ে গেছে রোজডেল। ৬৩ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে পঞ্চম গোল করেন সন হিউং মিন। খেলার একেবারে শেষ মুহূর্তে (৯০+৩ মিনিট) রোজডেলের জালে পরাজয়ের পেরেক ঠুকে দেন কাইল ওয়াকার পিটারস।

কোয়ার্টার ফাইনালে টটেনহ্যাম মুখোমুখি হবে সোয়ানসি সিটির। ১৭ মার্চ মুখোমুখি হবে দুই দল।

আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।