বিশ্বকাপে খেলতে পারবেন তো নেইমার!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

ঘরের মাঠে গত বিশ্বকাপে শিরোপা দৌড়ে অনেকটা সময় ভালোভাবেই ছিল ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে এসে প্রতিপক্ষ কলম্বিয়ার এক ডিফেন্ডারের আঘাতে কোমড়ে বড়সড় চোট নিয়ে ছিটকে পড়েন নেইমার। পরের গল্পটা তো সবারই জানা। এবার কি আরেকবার দলের সেরা তারকাকে ছাড়াই বিশ্বকাপে খেলতে হবে পাঁচবারের চ্যাম্পিয়নদের?

হাতে অনেকটা সময় আছে। রাশিয়ায় বিশ্বকাপ শুরু হবে জুনে, প্রায় তিন মাস পর। তবে যে ধরনের চোটে পড়েছেন নেইমার, তাতে বিশ্বকাপে এ তারকাকে দেখতে পারা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে।

রোববার রাতে লিগ ওয়ানের ম্যাচে নিজেদের মাঠে মার্শেইকে ৩-০ গোলে হারায় পিএসজি। ম্যাচের ৭৭তম মিনিটে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের কাছ থেকে বল কেড়ে নিতে গিয়ে পায়ে গুরুতর আঘাত পান নেইমার। পরে জানা গেছে, পিএসজি তারকার পায়ের পাতার হাড় ভেঙেছে।

এ ধরনের চোট থেকে সেরে উঠতে কমপক্ষে এক মাসের মতো সময় লাগে, সেটা জানা হয়ে গিয়েছিল আগেই। তবে নতুন খবর হলো, নেইমারকে এখন অস্ত্রোপচার করাতে হবে। তারপর পুনর্বাসন প্রক্রিয়াসহ আরও অনেক কিছু। সবমিলিয়ে কমপক্ষে দুই মাস মাঠের বাইরে থাকতে হবে ব্রাজিলিয়ান সুপারস্টারকে।

ব্রাজিলের গণমাধ্যমের খবর, আগামী ৬ মার্চ রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লড়াইয়ে নেইমার পিএসজির হয়ে খেলতে পারছেন না নিশ্চিত। সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন না মে মাসের আগে।

এরপর বিশ্বকাপের আগে এক মাসের মতো সময় থাকলেও পূর্ণ ছন্দে মাঠে ফেরার আগে ব্যাপার আছে। শেষ পর্যন্ত বিশ্বকাপে হয়তো খেলবেন। তবে ব্রাজিলের শিরোপা স্বপ্ন পূরণে নেইমার শতভাগ দিয়ে লড়তে পারবেন কি-না, সংশয় কিন্তু থেকেই যাচ্ছে।

এমএমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।