অর্থদণ্ড কমলো কোচ কামাল বাবুর
রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করে মাঠে প্রবেশের যে শাস্তি পেয়েছিলেন রহমতগঞ্জের কোচ কামাল আহমেদ বাবু তা কিছুটা কমেছে। যদিও বাফুফের ডিসিপ্লিনারি কমিটির দেয়া ফুটবলের সকল কার্যক্রম থেকে এক বছরের বহিস্কারাদেশ বহাল রেখেছে আপিল কমিটি। শুধু অর্থদন্ড ২ লাখ টাকা থেকে কমিয়ে ১ লাখ টাকা করা হয়েছে।
রোববার বাফুফে ভবনে অনুষ্ঠিত আপিল কমিটির চেয়ারম্যান আবদুল মুয়ীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্বাধীনতা কাপ ফুটবলের সেমিফাইনালে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ম্যাচের এক পর্যায় রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে মাঠে ঢুকেছিলেন কামাল বাবু।
বাফুফের ডিসিপ্লিনারি কমিটি তাকে এক বছর ফুটবলের সকল কার্যক্রম থেকে বহিস্কারের পাশপাশি ২ লাখ টাকা জরিমানা করেছিল। ১২ ফেব্রুয়ারি থেকে তার বহিস্কারাদেশ কার্যকর শুরু হয়েছে।
আরআই/আইএইচএস/জেআইএম