পগবাকে ধমকে দিলেন মরিনহো

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৩৫ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

ম্যানচেস্টার ইউনাইটেড তাকে দাম দিয়ে কিনতে পারে, কিন্তু দলে জায়গা দেয়ার ক্ষমতা হোসে মরিনহোর একার। ম্যানইউ কোচ এবার পল পগবাকে রীতিমত ধমক দিয়ে সেটা মনে করিয়ে দিলেন। দুই পক্ষের উত্তপ্ত বাক্য বিনিময়ের পর ক্লাবে ফরাসি মিডফিল্ডারের ভবিষ্যত নিয়েও শঙ্কা তৈরি হয়েছে বলে জানা গেছে।

সাম্প্রতিক সময়ে পগবার পারফরম্যান্স নিয়ে সরাসরিই সমালোচনা করতে দেখা গেছে মরিনহোকে। বুধবার সেভিয়ার বিপক্ষে ম্যাচে তো শুরুর একাদশে তাকে জায়গাই দেননি ম্যানইউ বস। এ নিয়ে পগবাও ক্ষুব্ধ।

ওল্ড ট্রাফোর্ডে রোববার চেলসির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। এই ম্যাচেও পগবাকে শুরুর একাদশে রাখা হবে কি না, সেটি নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে। সর্বশেষ পাঁচ ম্যাচে একবারও ৯০ মিনিট খেলানো হয়নি তাকে।

'দি সান'- এর প্রতিবেদনে এসেছে, সমস্যা এতটাই জটিল রূপ নিয়েছে যে, মরিনহোর ক্যারিংটন অফিসে গুরু-শিষ্যের মধ্যে রীতিমতো লেগে গিয়েছিল। রুমের ভেতর ম্যানইউ কোচ পগবাকে ধমক দিয়ে বলেন, ‘আমার দরজার বাইরে কি লেখা রয়েছে দেখো, এটা বলছে আমি কোচ। আমিই এই ক্লাবের বস।’

ইংলিশ মিডিয়ায় এমন খবরও বেরিয়েছে, মরিনহোর আচরণে ক্ষুব্ধ পগবা সঙ্গে সঙ্গেই তার এজেন্ট মিনো রাইওলার সঙ্গে যোগাযোগ করেন। ম্যানইউ ছেড়ে দেবেন বলে অন্য ক্লাবের খোঁজখবর নেয়ার কথাও নাকি বলেন ফরাসি মিডফিল্ডার।

তবে পগবা চাইলেও তার যে বেতন (৯০ মিলিয়ন ইউরো), তাতে অন্য যে কোনো ক্লাবে সহসাই চলে যাওয়া কঠিন হবে। আর কোনো ক্লাব তাকে নিলেও এখন নিশ্চয়ই কম বেতনে নিতে চাইবে।

এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।