আমি ডাক্তার নই, তবে নেইমার অসুস্থ : এমেরি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:০৩ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

মার্শেইয়ের বিপক্ষে মাঠে নামার আগে দলের সেরা তারকা নেইমারের ফিটনেস নিয়ে দুশ্চিন্তায় আছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। দলটির কোচ উনাই এমেরি জানিয়েছেন, তিনি ডাক্তার নন, তারপরও বুঝতে পারছেন নেইমার অসুস্থ।

ফরাসি লিগ ওয়ানে পিএসজি দুর্বার। এই লিগ নিয়ে তাই খুব বেশি দুশ্চিন্তার কিছু নেই তাদের। এমেরি মূলত চিন্তিত রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লেগ নিয়ে। ওই ম্যাচের আগে নেইমারের পুরো ফিটনেস ফিরে পেতেই হবে, না হলে ৩-১ গোলে পিছিয়ে থাকা পিএসজির বিদায় নিশ্চিত হয়ে যাবে ঘরের মাঠেই।

নেইমারের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে উনাই এমেরি বলেছেন, ‘আমি ডাক্তার নই। তবে ক্লাবের ডাক্তার আমাকে একটি কথাই জানিয়েছেন, নেইমার অসুস্থ। সে অসুস্থ, তবে আশা করছি শনিবার ট্রেনিংয়ের জন্য যথেষ্ট ফিট থাকবে, রোববার খেলবেও।’

ব্রাজিলিয়ান সুপারস্টার কি তবে চোটে পড়েছেন? তার সমস্যাটা কি? পিএসজি কোচ জানালেন, ‘এটা ইনজুরি সমস্যা নয়। ওর গ্যাস্ট্রোয়েনটেরিটিসের (পরিপাকতন্ত্রের অসুখ) সমস্যা দেখা দিয়েছে এবং একটু জ্বরও আছে।’

পার্ক দেস প্রিন্সেসে মার্শেই পা রাখবে রোববার। ঘরের মাঠে পিএসজির বিপক্ষে খেলবে তারা। নিজেদের মাঠে খেলা বলেই চাপ নিচ্ছেন না উনাই এমেরি। পিএসজি কোচ বলেন, ‘যখন আমরা ঘরে খেলি, আমি সবসময়ই নির্ভার থাকি। আমি সবসময় ঘরের খেলাটা পছন্দ করি। যখন পার্ক দেস প্রিন্সেসে থাকে, খেলোয়াড়রাও বিশেষ কিছু অনুভব করে।’

ঘরোয়া লিগের দুই প্রতিপক্ষ আগেরবার যখন মুখোমুখি হয়, নেইমার লাল কার্ড দেখেছিলেন। পিএসজি কোচ আশা করছেন, এবার তেমন কিছু ঘটবে না, ‘সে (নেইমার) বুদ্ধিমান। ব্যক্তিগতভাবে এবং অভিজ্ঞতার আলোকে সে শেখে। একই ভুল সে আবার করবে না। দারুণ একটি ম্যাচ খেলার জন্য নেইমার খুব ভালোভাবেই প্রস্তুত আছে।’

এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।