‘বার্সেলোনায় এটাই মেসির শেষ চুক্তি নয়’

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৮

বার্সেলোনায় মেসি থাকবেন কি না, সেই গুঞ্জন আপাতত বন্ধ। গত নভেম্বরে ক্লাবের সঙ্গে নতুন করে চার বছরের চুক্তি করেছেন আর্জেন্টাইন খুদেরাজ। এবারের চুক্তির মেয়াদ ফুরোবে ২০২১ সালে। তারপর? বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তেমু মনে করছেন, এটাই তাদের সঙ্গে মেসির শেষ চুক্তি নয়।

আন্দ্রেস ইনিয়েস্তা তার ক্যারিয়ারের পুরোটাই সঁপে দিয়েছেন বার্সেলোনার কাছে। জুনিয়র দলে খেলেছেন। এরপর ‘বি’ টিম হয়ে বার্সেলোনার সিনিয়র দলে। ২০০২ সাল থেকে এখন পর্যন্ত, প্রায় ১৬ বছর বার্সেলোনার মূল দলের সঙ্গে স্প্যানিশ মিডফিল্ডার। এখান থেকেই অবসর নিতে চান তিনি।

মেসির বেলায়ও এই ব্যাপারটিই ঘটবে, আশা করছেন বার্তেমু। বার্সেলোনা সভাপতি বলেন, ‘আমরা এমন একটি ক্লাব, যারা ভালো ফুটবলের উপর বাজি ধরি। আমাদের খেলার ধরণ আলাদা এবং মেসি বিশ্বের সেরা খেলোয়াড়, আমাদের মূল খেলোয়াড়। আন্দ্রেস ইনিয়েস্তা একটি দৃষ্টান্ত। আমরা তাকে এখানে একজন খেলোয়াড় হিসেবে নয়, ভবিষ্যতের লিজেন্ড হিসেবে চেয়েছি। আশা করছি, মেসির বেলায়ও এমন হবে।’

মেসির সঙ্গে নতুন চুক্তি শেষ হলে সামনে আবারও করা হবে, ইঙ্গিত দিয়ে রাখলেন বার্সা সভাপতি। বার্সায় মেসির ভবিষ্যত নিয়ে তিনি বলেন, ‘এখন সে চার বছরের জন্য চুক্তি করেছে। আমি মনে করি না, এটাই তার শেষ (বার্সেলোনায়)।’

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।