আরও ৯০ মিনিট বাকি আছে : জিদান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

রিয়াল মাদ্রিদের জন্য এর চেয়ে ভালো আর কি হতে পারতো! যে হাইভোল্টেজ ম্যাচটি নিয়ে এত উত্তেজনা, সেই ম্যাচের প্রথম লেগে ৩-১ গোলের জয়- মাথার ওপর থেকে তো পাহাড়সমান বোঝা নেমে যাওয়ারই কথা। তবে এখনই আত্মতুষ্টিতে ভুগতে নারাজ দলটির কোচ জিনেদিন জিদান। মনে করিয়ে দিলেন, আরও ৯০ মিনিট খেলা বাকি আছে।

জিদান বলছিলেন, ফিরতি লেগের কথা। শেষ ষোলোর প্রথম লেগটা ছিল ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে। পরের ম্যাচটা হবে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) ঘরের মাঠে, যেখানে ২-০ গোলে হারলেও কোয়ার্টার ফাইনালে উঠার স্বপ্ন শেষ হয়ে যাবে রোনালদোদের।

প্রথম লেগে জয়ে খুশি, তবে পরের ম্যাচটি নিয়ে আগেভাগেই সতর্ক থাকতে চান জিদান। রিয়াল কোচ বলেন, ‘এটা শেষ হয়ে যায়নি। আরও ৯০ মিনিটের বেশি বাকি আছে। আমরা খুশি। কারণ নিজেদের জন্য এবং সমর্থকদের জন্য দারুণ একটি ম্যাচ খেলতে পেরেছি, যারা সবসময় দলের পাশে থাকেন। আজ আমাদের খুশি থাকতেই হবে। তবে তিন সপ্তাহের মধ্যে আরেকটি ম্যাচ খেলতে হবে। আমরা জানি, ভুগতে হবে।’

শুরুর একাদশে গ্যারেথ বেলের বদলে ইসকোর নামটি দেখে অনেকেই অবাক হয়েছিলেন। জিদান জানালেন, তাদের রণপরিকল্পনার অংশই ছিল এটি, ‘এটা কঠিন ছিল, তবে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দারুণ একটি ম্যাচ উপহার দিতে পেরেছি। আমি খুশি। এই জয় সবার জন্য। আমরা মধ্যে তাদের তিনজনের বিপক্ষে চারজন খেলিয়েছি। ইসকো দারুণ একটি ম্যাচ খেলেছে। সে আমাদের বল নিয়ন্ত্রণে সাহায্য করেছে। এটাই পরিকল্পনা ছিল।’

এমএমআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।