প্যারিসেও আমরা জয়ের জন্যই যাব : রোনালদো

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৬ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

লা লিগায় চলতি মৌসুমে খুব একটা জ্বলে উঠতে না পারলেও চ্যাম্পিয়ন্স লিগের শুরু থেকেই ছিলেন দুর্দান্ত। প্রথম খেলোয়াড় হিসেবে গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচেই গোল করার কীর্তি গড়েন। এবার পিএসজির বিপক্ষেও নকআউট পর্বেও জ্বলে উঠলেন। তার জোড়া গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত নেইমারের পিএসজিকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ

ফিরতি লিগে আগামী ৬ মার্চ প্যারিসের দলটির বিপক্ষে মাঠে নামবে রিয়াল। আর ওই ম্যাচে জয়ের জন্য প্যারিসে যাবে দল। ঘরের মাঠে জয়ের পর এমনটাই জানান দলটির সেরা তারকা রোনালদো। ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রোনালদো বলেন, ‘ম্যাচটি আমরা ভালোভাবেই শুরু করি। তবে গোল পেতে কিছুটা দেরি হয়। এই জয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল।’

এদিকে এ ম্যাচে জোড়া গোলের মধ্য দিয়ে প্রথম ফুটবলার হিসেবে চ্যাম্পিয়নস লিগে একক কোনো ক্লাবের হয়ে একশ গোল করার কীর্তি গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সঙ্গে টানা সাত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ১০ কিংবা এর বেশি গোল করলেন।

তবে এ সবকিছুর পরও দলের জয়কেই বড় করে দেখছেন রোনালদো। তিনি বলেন, ‘ঘরের মাঠে দর্শকরা আমাদের সাহায্য করেছে। পুরো ম্যাচে মার্সেলো ছিল দুর্দান্ত। ওর গোলটিও ছিল দারুণ। দ্বিতীয়ার্ধে ভালো খেলেই সুযোগ সৃষ্টি করেছি। আর আমি জোড়া গোল করে দলের জয়ে অবদান রাখতে পারায় খুশি।’

ফিরতি লিগে আগামী ৬ মার্চ প্যারিসের দলটির বিপক্ষে মাঠে নামবে রিয়াল। আর ওই ম্যাচে জয়ের জন্য প্যারিসে যাবে তারা জানিয়ে রোনালদো আরও বলেন, ‘পিএসজি বিপদজনক দল। তাদের ভালো কিছু খেলোয়াড় আছে। তবে আমরা ফিরতি পর্বেও জয়ে জন্যই প্যারিস যাব। ওই ম্যাচেও আমার লক্ষ্য থাকবে গোল করা।’

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।