বার্সেলোনায় খেলতে আপত্তি নেই ডি মারিয়ার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা- চিরপ্রতিদ্বন্দ্বি দুই দল। অ্যাঞ্জেল ডি মারিয়া একটা সময় খেলেছেন রিয়ালে। ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে এখন আছেন প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি)। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই যোগ দিতে পারেন বার্সেলোনায়।

রিয়ালে ছিলেন চার বছরের মতো। এখন আবার তাদেরই চিরপ্রতিদ্বন্দ্বি দল বার্সেলোনায় যোগ দেবেন, মানিয়ে নিতে সমস্যা হবে না ডি মারিয়ার? আর্জেন্টাইন এই ফরোয়ার্ড এটাকে কোনো সমস্যাই মনে করছেন না। তিনি বলেন, 'রিয়ালের সঙ্গে আমার সম্পর্ক শেষ হয়ে গেছে। তাদের সঙ্গে আমার চক্রটা অনেক দিন হলো বন্ধ হয়েছে। সত্যি করে বলতে, বার্সেলোনার হয়ে খেলতে আমার কোনো সমস্যাই নেই।'

রিয়াল ছাড়ার আগে ক্লাব থেকে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে একটি চিঠি এসেছিল, যেখানে তারা সতর্ক করে দিয়েছিল, ২০১৪ বিশ্বকাপে রাখলে যদি কোনো ইনজুরিতে পড়েন ডি মারিয়া; তবে এর দায়-দায়িত্ব নিতে হবে আর্জেন্টিনাকে। এরপর থেকেই রিয়ালের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যায় এই আর্জেন্টাইনের। সিদ্ধান্ত নেন ক্লাব ছেড়ে দেবেন।

সেই চিঠিটি নিয়ে ডি মারিয়া বলেন, 'এটা পড়ে আমি বিপদে পড়ে গিয়েছিলাম। পরে সেটা ছিঁড়ে ফেলি। রিয়ালের বিপক্ষে উজ্জীবিত থাকতে আমার ওই চিঠির কথা মনে করার দরকার নেই। তাদের বিপক্ষে খেলাটাই বড় উজ্জীবনী।'

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।